Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ভারতের অ্যাম্বুলেন্স পেল লালমনিরহাট পৌরবাসী

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে লালমনিরহাট পৌরসভাকে আইসিইউ অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে ভারত। পৌরসভা চত্বরে এক আলোচনা সভা শেষে বুধবার বিকালে সাড়ে ৪টার দিকে অত্যাধুনিক এই অ্যাম্বুলেন্সের প্রতীকী চাবি পৌর মেয়রের কাছে হস্তান্তর করেন বাংলাদেশ মিশনের সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি। লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপনের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর। তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মিত্র ভারতের পক্ষ থেকে এমন উপহার সত্যিই চমৎকার। দুই দেশের এমন সম্পর্ক যুগ যুগ টিকে থাকবে। ভারতের সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি বলেন, বাংলাদেশ-ভারত এক সুতোয় গাঁথা। মহান স্বাধীনতা যুদ্ধে যেভাবে ভারত ও বাংলাদেশ এক সঙ্গে কাজ করেছে, এখন পর্যন্ত সে সম্পর্ক বজায় আছে। আমরা সব সময় বাংলাদেশের পাশে আছি... থাকব। আয়োজনে আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন (অব:) আজিজুল হক বীর প্রতীক, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মারুফা জামাল, লালমনিরহাট উন্নয়ন আন্দোলন পরিষদের আহ্বায়ক সুপেন্দ্র নাথ দত্ত, সমাজকর্মী হাফিজ ফেরদৌস স্বপনসহ পৌরসভার কাউন্সিল ও পৌর কর্মকর্তা-কর্মচারীরা।
http://dlvr.it/SFwcw1

Post a Comment

0 Comments