Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

যারা আসবে তাদের নিয়েই ফেড কাপ চলবে: মুর্শেদী

ফেডারেশন কাপের ফরম্যাটে হুট করে পরিবর্তন ও কমলাপুরের টার্ফের অবস্থা পেশাদার ফুটবল খেলার জন্য যথেষ্ট উপযোগী নয় বলে উল্লেখ করে টুর্নামেন্ট বর্জন করেছে চার ক্লাব। শনিবার উদ্বোধনের দিনে উপস্থিত ছিল না দুটি শীর্ষ দল। এতে ফেডারেশন কাপের ভবিষ্যত নিয়ে শঙ্কায় অন্য ক্লাবগুলো। টুর্নামেন্ট এখনই স্থগিত করার কথা ভাবছে না বাফুফের পেশাদার লিগ কমিটি। প্রেস ব্রিফিংয়ে শনিবার টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার কথা জানালেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। তিনি বলেন, সব কিছু ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করেই হচ্ছে। তারা এত অর্থ ব্যয় করে দল গঠন করেছে খেলার জন্যই। আমি তো মাঠের সীমাবদ্ধতার কথা বলেছি। তাই লিগের জন্য ঢাকার বাইরে চূড়ান্ত করেছি। ফেডারেশন কাপ চলবে। এর কোনো পরিবর্তন হবে না। ফেড কাপ স্থগিত হবে কি না তা রোববার মাঠে ম্যাচ গড়ানোর উপর নির্ভর করছে মন্তব্য করে মুর্শেদী বলেন, কাল ম্যাচ না হলে তখন দেখা যাবে কি করা যায়। যারা আসে নাই, তারা ভুল করেছে। এখন যাই হবে সব বাইলজ অনুযায়ী হবে। এখন আর কথা বলার সুযোগ নাই। রেফারি যখন মাঠে নামে, দল চলে আসে। ৬ ডিসেম্বর ক্লাবের প্রতিনিধিরা বাইলজের সব কিছু মেনে নিয়ে সাক্ষর করেছে। বসুন্ধরা কিংসের পাশাপাশি ফেডারেশন কাপ থেকে নাম প্রত্যহার করে নিয়েছে উত্তর বারিধারা ও মুক্তিযোদ্ধা।উদ্বোধনী দিনে দুটি দল না আসায় সমন্বয়হীনতা ছিল না এমন দাবি করে সালাম মুর্শেদী বলেন, সমন্বয়হীনতার কিছুই নেই। এটা পরিষ্কার। যেহেতু পেশাদার লিগ মিটির ক্লাবগুলার সঙ্গে বসেই এই সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তীতে কোন ক্লাব সিদ্ধান্ত বদলাবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার।শনিবার এ ও বি-গ্রুপের একটি করে দল আসেনি। ডি-গ্রুপের একটি দল না খেলার কথা জানিয়েছে। সেক্ষেত্রে সি-গ্রুপে একমাত্র তিন দল থাকে। একটি করে দল না আসায় দলগুলো সরাসরি কোয়ার্টারে চলে যাচ্ছে। এই প্রসঙ্গে সালাম মুর্শেদী বলেন, যতক্ষণ পর্যন্ত অন্য গ্রুপের খেলা না হবে ততক্ষণ আমি এটা নিয়ে কথা বলব না। এই গ্রুপের সবাই তো খেলতে চাচ্ছে, অবিচার হবার কিছু নেই। কেউ অংশ না নিলে বাইলজ অনুযায়ী তাই হবে। আমি তো জানি আর দল বাড়বে না কারণ তারা সাক্ষর করেছে চিঠিতে। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টোডিয়ামের উদ্বোধনী ম্যাচে শনিবার মাঠে নামার কথা ছিলো নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘ ও বসুন্ধরা কিংসের।শেষ পর্যন্ত মাঠে আসেনি বসুন্ধরা কিংস। একই ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচে আবাহনীর মুখোমুখি হওয়ার কথা ছিল উত্তর বারিধারার। বসুন্ধরা কিংসের মতো মাঠে আসেনি উত্তর বারিধারাও। শেষ পর্যন্ত দুই ম্যাচে দুই দল দিয়ে শুরু হয় ফেডারেশন কাপের ৩৩তম আসর। এর আগে দিনের প্রথম ম্যাচে যথা সময়ে মাঠে নামে নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘ। নবাগত দলটিকে নিয়ে টস করেন রেফারি আলগীর হোসেন। এরপর ১৫ মিনিট অপেক্ষা করার পর স্বাধীনতা ক্লাবের খেলোয়াড় ও রেফারিদের নিয়ে মাঠ ছাড়েন ম্যাচ কমিশনার।
http://dlvr.it/SG1YjV

Post a Comment

0 Comments