Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

অল্প বয়সীদের ধূমপান ঠেকাতে আইন করছে নিউজিল্যান্ড

অল্প বয়সীদের ধূমপান ঠেকাতে আইন করতে যাচ্ছে নিউজিল্যান্ড। আগামী বছর পার্লামেন্টে এ-সংক্রান্ত একটি বিল উপস্থাপন করা হবে বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। এই আইন পাস হলে দেশের মধ্যে অপ্রাপ্তবয়স্ক কেউ আর বৈধ উপায়ে তামাকজাত পণ্য কিনতে পারবে না। নিউজিল্যান্ডের সহযোগী স্বাস্থ্যমন্ত্রী আয়েশা ভেরাল সংবাদ সম্মেলনে বলেন, অল্প বয়সীরা যেন ধূমপান শুরু না করে, তা আমরা নিশ্চিত করতে চাই। তরুণ প্রজন্মের কাছে তামাকজাত পণ্য বিক্রি করা বা সরবরাহ করাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। তিনি বলেন, আইন কার্যকর হলে ১৪ বছর বয়সীরা কখনই বৈধভাবে তামাক কিনতে সক্ষম হবে না। পর্যায়ক্রমে এই বয়সসীমা ১৮ করা হবে। ২০২৫ সালের মধ্যে তরুণ প্রজন্মের মধ্যে ধূমপানের প্রবণতা ৫ শতাংশের নিচে নামিয়ে আনার পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যেই বিষয়টি নিয়ে আইন করার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সরকারি তথ্যানুযায়ী, নিউজিল্যান্ডের প্রাপ্তবয়স্কদের মধ্যে ১৩ দশমিক ৪ শতাংশ মানুষ ধূমপানে আসক্ত; ২০১২ সালে যা ছিল ১৮ দশমিক ২ শতাংশ। ধূমপানজনিত কারণে বছরে দেশটিতে চার থেকে পাঁচ হাজার মানুষের মৃত্যু হয় বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সহযোগী স্বাস্থ্যমন্ত্রী আয়েশা ভেরাল বলেন, ঠেকানো সম্ভব- এমন মৃত্যুর প্রধান কারণ ধূমপান। এ ছাড়া দেশে প্রতি চার ক্যান্সার রোগীর একজন ধূমপায়ী। নিউজিল্যান্ডে মাওরি আদিবাসীদের মধ্যে ৩২ শতাংশ নারী এবং ২৫ শতাংশ পুরুষ ধূমপানে আসক্ত। তাই আইনটি পাস করার আগে মাওরি স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করা হবে বলে জানান ভেরাল।
http://dlvr.it/SF3Xs1

Post a Comment

0 Comments