Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

র‍্যাব-পুলিশের প্রশংসা করে যুক্তরাষ্ট্রের মূল্যায়ন যথার্থ: তথ্যমন্ত্রী

জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে র্যাব ও পুলিশ বাহিনীর প্রশংসা করে যুক্তরাষ্ট্রের সর্বশেষ মূল্যায়ন যথার্থ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শনিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে বেতার ভবনে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও বেতারের ৮২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বলেছে যে র্যাব এবং পুলিশের কাউন্টার টেররিজম ও কমিনিটি পুলিশ ব্যবস্থার কারণে বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাস কমেছে। এটিই আসল চিত্র এবং যুক্তরাষ্ট্রের এই মূল্যায়ন সঠিক। সেই প্রতিবেদনে তারা র্যাবের ভূমিকার প্রশংসা করেছে এবং বলেছে যে, ২০২০ সালে মাত্র তিনটি সন্ত্রাসী ও জঙ্গিবাদী ঘটনা ঘটেছে এবং সেখানে কোনো মৃত্যু ঘটেনি। র্যাব ও পুলিশের বিভিন্ন শাখার তৎপরতায় দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাস কমেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে আমরা যা করতে সক্ষম হয়েছি, পৃথিবীর বহু উন্নত দেশ তা পারেনি। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের টেকনিক্যাল সহযোগিতা রয়েছে। আমাদের বন্ধুপ্রতিম দেশ যুক্তরাষ্ট্রের এ মূল্যায়ন যথার্থ। বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহমেদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতা ও সংশ্লিষ্ট দপ্তর প্রধানরা এ সময় উপস্থিত ছিলেন। সভাশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন দেশের প্রথিতযশা শিল্পীরা। শনিবার বিকালে আওয়ামী লীগ আয়োজিত বিজয় শোভাযাত্রা শুরুর আগেও বক্তব্য দেন হাছান মাহমুদ। তিনি বলেন, পঞ্চাশ বছরের পথচলায় বাংলাদেশের স্বাধীনতা, উন্নয়ন-অগ্রগতির বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হয়েছে। সব ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা উপড়ে ফেলে বঙ্গবন্ধু-কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের পথে দেশ দুরন্ত গতিতে এগিয়ে চলেছে। মন্ত্রী বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই বাঙালি জাতির স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। ১৯৭১-৭২ সালে যারা সংশয়ে ছিল যে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে কি না, তারা আজ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে-বাংলাদেশ স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে।
http://dlvr.it/SFdFjl

Post a Comment

0 Comments