Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

নিউজিল্যান্ডকে উড়িয়ে পাঁচে বাংলাদেশ

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ভারতকে ৮ উইকেটে হারিয়ে ক্রিকেটের বনেদি ফরম্যাটের বিশ্ব আসরের শ্রেষ্ঠত্ব অর্জন করে নিয়েছিল নিউজিল্যান্ড। সেই নিউজিল্যান্ডকেই তাদের মাটিতে ৮ উইকেটে হারিয়ে ইতিহাস রচনা করল বাংলাদেশ। আর এই জয়ে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় উল্লম্ফন হলো টাইগারদের। অসাধারণ জয়ে টপকে গেছে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও সাউথ আফ্রিকাকে। অবিশ্বাস্য জয়ে প্রায় ২২ বছরের এক অপেক্ষার অবসান ঘটল বাংলাদেশের। মিলল কিউইদের মাটিতে প্রথমবারের মত সাদা পোশাকে জয়ের স্বাদ। পাশাপাশি ক্রিকেটের সকল ফরম্যাট মিলিয়ে ৩২ ম্যাচ পর নিউজিল্যান্ডকে হারাল লাল-সবুজরা। দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-০ তে এগিয়ে গেছে বাংলাদেশ। দেখা দিয়েছে সিরিজ জয়ের জোরালো সম্ভাবনা। আরও একটি সুসংবাদ এসেছে বাংলাদেশের জন্য। খাদের কিনারায় দাঁড়িয়ে শুরু করা টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে তারা উঠে এসেছে সুবিধাজনক স্থানে। চ্যাম্পিয়নদের হারানোয় বাংলাদেশের নামের পাশে যোগ হয়েছে ১২ পয়েন্ট। এতে পয়েন্ট টেবিলের একেবারে তলানি ৯ নম্বর থেকে এক লাফে ৫ নম্বরে উঠে এসেছে মুমিনুল বাহিনী। নতুন আসরে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে তিনটিতেই জয় নিয়ে ৩৬ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে শ্রীলঙ্কা। চার ম্যাচ খেলে তিন জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে তিনে পাকিস্তান। আর আট ম্যাচে চার জয়, এক পরাজয় ও দুই ড্রয়ে ৫৩ পয়েন্ট পেলেও চারে অবস্থান করছে ভারত। টাইগারদের সমান সংখ্যক পয়েন্ট নিয়েও এক ম্যাচ বেশি খেলায় ছয়ে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচে চার পয়েন্ট পাওয়ায় সাতে নিউজিল্যান্ড। আট ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আটে অবস্থান করছে ইংল্যান্ড। আর এক ম্যাচ খেলে জয়ের দেখা না পাওয়ায় টেবিলের তলানিতে আছে সাউথ আফ্রিকা।
http://dlvr.it/SGY393

Post a Comment

0 Comments