Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মৃত্যুহীন দিনে বেড়েছে শনাক্ত

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় শনাক্তের হার কিছুটা বাড়লেও মৃত্যু ছিল শূন্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, দেশের করোনাভাইরাস পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রিত। একদিনে ২ হাজার ১১০টি নমুনা পরীক্ষায় ৯৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। নতুন শনাক্ত ৯৩ জনের মধ্যে ৪৬ জনই ঢাকার বাসিন্দা। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৪১ শতাংশ। সোমবার যা ছিল ৪ দশমিক ৯। সে হিসেবে একদিনের ব্যবধানে শনাক্ত বেড়েছে শূন্য দশমিক ৩২ ভাগ। স্বাস্থ্য অধিদপ্তর থেকে মঙ্গলবার পাঠানো বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৯ হাজার ২২২ জন। আর গত ২৪ ঘণ্টায় মৃত্যু না থাকায় মৃতের সংখ্যা অপরিবর্তিত আছে। এখন পর্যন্ত দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ হাজার ৩১৪ জন। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ২২৮ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ৯৬৫ জন। ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণের পর ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি তা নিয়ন্ত্রণে আসে। মার্চের শেষে আবার দ্বিতীয় ঢেউ আঘাত হানে। সেটি নিয়ন্ত্রণে আসে গত ৪ অক্টোবর। গত ২১ জানুয়ারি দেশে করোনার তৃতীয় ঢেউ দেখা দেয়। প্রায় তিন মাস পর ১১ মার্চ নিয়ন্ত্রণে আসে। তিন মাস করোনা স্বস্তিদায়ক পরিস্থিতিতে ছিল। এরপর ধারাবাহিকভাবে বাড়তে শুরু করে সংক্রমণ। তবে করোনার চতুর্থ ঢেউ সামলে ভাইরাসটিকে অনেকটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।
http://dlvr.it/SWjwbL

Post a Comment

0 Comments