Ticker

    Loading......

Header Ads Widget

Responsive Advertisement

বাড্ডায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বাইক আরোহী নিহত

রাজধানীর মেরুল বাড্ডার ইউলুপের সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মেরুল বাড্ডার ইউলুপের সামনে বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ২৩ বছর বয়সী জুয়েল চৌধুরী পটুয়াখালী সদর উপজেলার লোহলিয়া গ্রামের আব্দুল আওয়ালের ছেলে। তিনি রামপুরায় থাকতেন। জুয়েল বসুন্ধরা এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে কাজ করতেন। বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. আমান উল্লাহ জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে জুয়েল চৌধুরী নামের ওই যুবক বসুন্ধরা থেকে একটি পাঠাও বাইকে রামপুরার দিকে যাবার পথে মেরুল বাড্ডার ইউলুপের সামনে একটি কাভার্ড ভ্যান পেছন থেকে বাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জুয়েল নিহত হন। এ ঘটনায় পাঠাও চালক আহত হন। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে যায়।
http://dlvr.it/SmPZ3t

Post a Comment

0 Comments