Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁস: ন্যাশনাল গার্ড সদস্য গ্রেপ্তার

অনলাইনে যুক্তরাষ্ট্রের বিপুলসংখ্যক গোপন নথি ফাঁসের মধ্য দিয়ে বিশ্বজুড়ে মিত্রদের কাছে দেশটির বিব্রত হওয়ার ঘটনায় এয়ার ন্যাশনাল গার্ডের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। স্থানীয় সময় বৃহস্পতিবার ২১ বছর বয়সী জ্যাক ডগলাস টেইগজেইরাকে গ্রেপ্তার করা হয় বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। গ্রেপ্তারের ছবিতে দেখা যায়, সাঁজোয়া যানে আসা এফবিআই এজেন্টরা টেইগজেইরাকে ধরে নিয়ে যাচ্ছেন। ন্যাশনাল গার্ডের ওই সদস্যের পরনে ছিল জিমের শর্ট প্যান্ট ও শি-শার্ট। এর আগে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের রাজধানী বোস্টন থেকে ৮০ কিলোমিটার দূরে অরণ্যেঘেরা ৮ হাজার মানুষের শহর ডাইটনে টেইগজেইরার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে এফবিআই। গোপন নথি ফাঁসের বিষয়টি ব্যাপকভাবে জানাজানি হওয়ার এক সপ্তাহ পর একজনকে গ্রেপ্তার করল যুক্তরাষ্ট্র। নথিগুলোর বেশির ভাগ প্রকাশ হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে দ্বিতীয় মারাত্মক নথি ফাঁসের ঘটনাটি ঘটে সপ্তাহখানেক আগে। এর আগে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস ২০১০ সালে ফাঁস করেছিল সাত লক্ষাধিক নথি, ভিডিও ও কূটনৈতিক তারবার্তা। সর্বশেষ নথি ফাঁসের ঘটনায় গ্রেপ্তার টেইগজেইরা ম্যাসাচুসেটসের ওটিস এয়ার ন্যাশনাল গার্ড ঘাঁটির এয়ারম্যান ফার্স্ট ক্লাস ছিলেন। তিনি ২০১৯ সালে এয়ার ন্যাশনাল গার্ডে সাইবার ট্রান্সপোর্ট সিস্টেমস জার্নিম্যান তথা তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে যোগ দেন।
http://dlvr.it/SmSgPQ

Post a Comment

0 Comments