Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

জাফরুল্লাহ চৌধুরীর দাফন হবে সাভারে

শুক্রবার দুপুরে সাভার গণস্বাস্থ্য মেডিকেল কলেজ প্রাঙ্গণে জাফরুল্লাহ চৌধুরীকে দাফন করা হবে। এ কথা সিশ্চিত করেছেন তার ছেলে বারিশ চৌধুরী। বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তৃতীয় জানাজা শেষে এ ঘোষণা দেন তিনি। এ সময় জাফরুল্লাহর চৌধুরীর মেয়ে বৃষ্টি চৌধুরী, তার ভাই সাবেক রাষ্ট্রদূত নাজমুল্লাহ চৌধুরী, ছোট ভাই ব্রিগিডিয়ার জেনারেল শহীদুল্লাহ্ চৌধুরী উপস্থিত ছিলেন। বারিশ চৌধুরী বলেন, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। কিন্তু মুক্তিযুদ্ধ শেষ হলেও আমার বাবার যুদ্ধ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চলেছে। বাবার কাছে সবচেয়ে বড় ছিলো দেশ, দেশের মানুষ ও তাদের অধিকার। অধিকারের জন্য তিনি সারাজীবন লড়াই করেছেন। তিনি চেয়েছেন আমরাও যাতে মানুষের অধিকারের জন্য লড়াই করি। শুধু লড়াই নয়, তিনি অধিকার আদায় করতে চাইতেন।
http://dlvr.it/SmQBmS

Post a Comment

0 Comments