Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মোদিকে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে বলতে বাইডেনকে কংগ্রেসের ৭৫ সদস্যের চিঠি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ধর্মীয় অসহিষ্ণুতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গ তুলে ধরতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে অনুরোধ করে চিঠি পাঠিয়েছেন মার্কিন কংগ্রেসের ৭৫ সদস্য। মঙ্গলবার প্রেসিডেন্ট বাইডেনকে লেখা চিঠিতে এই মার্কিন প্রতিনিধি পরিষদ ও সিনেটের সদস্যরা মোদির সঙ্গে আলোচনার সময় এসব প্রঙ্গত তুলে ধরতে আহ্বান জানান বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সব দলের আহ্বানেই সে দেশের কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রীকে কংগ্রেসে বক্তব্য দেয়ার সুযোগ দেয়ার ক্ষেত্রে আপত্তি জানায়নি রিপাবলিকান, ডেমোক্র্যাট কোনো পক্ষই। তবে বাইডেন প্রশাসনের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করলেন ডেমোক্র্যাটরাই। এতে বলা হয়, জানা গেছে, বাইডেনের দলের ৭৫ জন সিনেটর এবং হাউজ রিপ্রেজেন্টেটিভ তার কাছে আবেদন করেছেন যাতে মোদির সঙ্গে আলোচনার সময় ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা, সংবাদমাধ্যমের স্বাধীনতার বিষয়টি উত্থাপিত করা হয়। হাউজ রিপ্রেজেন্টেটিভ প্রমীলা জয়পাল এবং ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হলেনের নেতৃত্বাধীন এই ৭৫ জনের লেখা চিঠিতে বলা হয়েছে, ভারতের কোনও নির্দিষ্ট দল বা নেতাকে আমরা সমর্থন করি না। সেটা বেছে নেয়ার দায়িত্ব ভারতীয় জনগণের। তবে আমেরিকার বিদেশ নীতির গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর সমর্থন করি আমরা। চিঠিতে বলা হয়, তাই আমরা দাবি জানাচ্ছি, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাতের সময় যেন প্রেসিডেন্ট বাইডেন ধর্মীয় অসহিষ্ণুতা, সংবাদমাধ্যমের স্বাধীনতার বিষয়গুলো তার সামনে তুলে ধরেন। দুই দেশের দীর্ঘমেয়াদি সম্পর্কের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ডেমোক্র্যাট আইন প্রণেতাদের চিঠিতে আরও লেখা হয়েছে, বহু নিরপেক্ষ রিপোর্টেই দেখা গেছে, ভারতের রাজনৈতিক পরিসর ক্রমেই সংকুচিত হচ্ছে। সেখানে ধর্মীয় অসহিষ্ণুতা বাড়ছে। সামাজিক সংগঠন এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনা বাড়ছে। বন্ধু হলে উদ্বেগের বিষয়গুলো তুলে ধরা উচিত সামনের জনের কাছে।
http://dlvr.it/Sr0Tb5

Post a Comment

0 Comments