পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক দিন ছুটি বাড়িয়েছে সরকার।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
পূর্ব ঘোষণা অনুযায়ী ঈদের ছুটি হওয়ার ছিল ২৮ থেকে ৩০ জুন। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ছুটি শুরু হবে ২৭ জুন থেকে।
ঈদের তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসছে সোমবার সন্ধ্যায়। চাঁদ দেখা সাপেক্ষে ২৯ জুন ঈদুল আজহা হলে ছুটি হবে ২৭ থেকে ৩০ জুন।
তবে পহেলা ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটির কারণে ঈদের ছুটি পাঁচ দিনে ঠেকবে।
এর আগে গত ঈদুল ফিতরেও এক দিন ছুটি বাড়িয়েছিল সরকার। সবমিলিয়ে ঈদের ছুটি হয় টানা পাঁচ দিন।
http://dlvr.it/SqtfY2
0 Comments