Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

যুক্তরাষ্ট্রের প্রথম ফেডারেল মুসলিম নারী বিচারক বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নারী হিসেবে ফেডারেল বিচারক নিযুক্ত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত জাহান চৌধুরী। তার এ নিয়োগকে স্বাগত জানিয়েছে দেশটির নাগরিক অধিকার ও মুসলিমদের স্বার্থ নিয়ে কাজ করা পক্ষগুলো। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, নুসরাতের নিয়োগ নিশ্চিত করতে স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ভোট হয়। নিউ ইয়র্কে দেশটির ডিস্ট্রিক্ট কোর্টে ফেডারেল বিচারক হিসেবে কাজ করবেন তিনি। নুসরাতের নিয়োগকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন মুসলিম অ্যাডভোকেসির নির্বাহী পরিচালক ওমর ফারাহ সংবাদ বিবৃতিতে বলেন, নুসরাত চৌধুরীকে ফেডারেল বেঞ্চে (বিচারক হিসেবে) উন্নীত করতে আজকের বহুল প্রতীক্ষিত ভোট অনেক কারণেই ঐতিহাসিক। আমাদের আইনি ব্যবস্থায় সব মানুষের ন্যায্য আচরণ পাওয়া নিশ্চিতের পেছনে নিজের ক্যারিয়ার উৎসর্গ করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসন ২০২২ সালের জানুয়ারিতে নুসরাত চৌধুরীকে মনোনীত করে। এতে সমর্থন জানায় সামাজিক ন্যায়বিচার, নাগরিক অধিকার ও মুসলিমদের অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন পক্ষ। নুসরাতের নিয়োগকে যুক্তরাষ্ট্রের আইনি ব্যবস্থায় মুসলিমদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে মাইলফলক হিসেবে ভাবা হচ্ছে। ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ পাওয়া নুসরাত এর আগে যুক্তরাষ্ট্রে নাগরিক অধিকার নিয়ে কাজ করা বিখ্যাত সংস্থা আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) ইলিনয় শাখার লিগ্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে তিনি অপরাধীদের ন্যায়বিচার, পুলিশিং ও মুসলিম সম্প্রদায়ের ওপর সরকারের নজরদারির মতো বিষয় নিয়ে কাজ করেছেন। যুক্তরাষ্ট্রের শিকাগোর ইলিনয়ে ১৯৭৬ সালে জন্ম নুসরাত চৌধুরীর। ফুলব্রাইট বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো তার বাবা শিকাগো এলাকায় চিকিৎসক হিসেবে ৪০ বছর কাজ করেন। নুসরাত চৌধুরী ১৯৯৮ সালে কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে বিএ সম্পন্ন করেন। ২০০৬ সালে প্রিন্সটন স্কুল অফ পাবলিক অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে জনপ্রশাসনের ওপর স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি। একই বছরে ইয়েল ল স্কুল থেকে জুরিস ডক্টর ডিগ্রি নেন তিনি।
http://dlvr.it/Sqm7LM

Post a Comment

0 Comments