Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ঢাকা-১৭ আসনে প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

ঢাকা-১৭ আসনের নির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন তিনি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৃহস্পতিবার ঢাকা-১৭ আসনের আপিল শুনানি শেষে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান। প্রায় দেড় ঘণ্টা শুনানির পর এমন সিদ্ধান্ত দেয় সাংবিধানিক সংস্থাটি। ঢাকা-১৭ আসনের আপিল শুনানি নিয়ে অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, চারটা আপিল ছিল। এর মধ্যে মো. আশরাফুল হোসেন আলমের আপিলটা গৃহীত হয়েছে। জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসানের আপিল গৃহীত হয়েছে। কমিশন আপিল গ্রহণ করেছে। স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়ার আপিল নামঞ্জুর হয়েছে। শেখ আসাদুজ্জামান জালালের আপিলটা নামঞ্জুর হয়েছে। চার আপিলের মধ্যে দুটি আপিল গৃহীত হয়েছে। দুটি নামঞ্জুর হয়েছে। স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ও জাকের পার্টির আপিল গ্রহণ করা হয়েছে জানিয়ে অশোক কুমার দেবনাথ বলেন, প্রথমটা গৃহীত হয়েছে মাইনর এরর হিসেবে। কমিশন ১ শতাংশ ভোটার রিটার্নিং কর্মকর্তার দপ্তরে র্যানডমলি যোগাযোগ করে স্বাক্ষর করে সেই তিনজনকে সঠিক পেয়েছে। মাইনর এরর হিসেবে আপিলটা মঞ্জুর করেছে। জাকের পার্টির প্রার্থীর ১ মাসের ঋণখেলাপি হওয়ার সমস্যা ছিল জানিয়ে তিনি বলেন, উনার ১ মাসের বিল। উনি বিলটা পাননি। পরে তারটা মঞ্জুর করা হয়েছে। আপিল যাদের গৃহীত হয়েছে, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানান ইসির অতিরিক্ত সচিব। আগামী রোববার এ বিষয়ে আদেশ জারি হবে বলে জানান তিনি। এ আসনে ২০ জন মনোনয়নপত্র তুললেও ১৫ জন তাদের মনোনয়নপত্র জমা দেন। অর্ধেকের বেশি আটজনের মনোনয়ন বাতিল হয়। পরে সাতজন বৈধতা পায়। আপিল শুনানি হলে আরও দুজন প্রার্থিতা ফিরে পান। এখন ঢাকা-১৭ আসনে বৈধ প্রার্থী ৯ জন। নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। পরের দিন হবে প্রতীক বরাদ্দ। সবশেষে ১৭ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোট নেয়া হবে৷ পাশাপাশি ভোটে থাকবে সিসিটিভি ক্যামেরা। গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) মৃত্যু হলে আসনটি শূন্য হয়। সংসদের কোনো আসন শূন্য হলে নব্বই দিনের মধ্যে উপনির্বাচন করতে হয়। এই হিসাবে আসনটিতে ১২ আগস্টের মধ্যে উপনির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।
http://dlvr.it/Sr3RMg

Post a Comment

0 Comments