Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

রাষ্ট্রপতির সঙ্গে সিইসিসহ তিন কমিশনারের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়ালসহ ও তিন নির্বাচন কমিশনার। সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গভবনে দেখা করেন তারা। এ সময় নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, মো. আলমগীর, বেগম রাশেদা সুলতানা ও ইসি সচিব জাহাংগীর আলম উপস্থিত ছিলেন। তবে দেশের বাইরে অবস্থান করায় নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান এ সময় ছিলেন না। মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি নির্বাচন কমিশনের প্রথম সাক্ষাৎ। প্রায় ৪৫ মিনিট বঙ্গভবনে ছিলেন তারা। এ কমিশনের অধীনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত বছর ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয়ার পর ছয় শতাধিক নির্বাচন করেছে তারা। জাতীয় নির্বাচনের আগে পাঁচ সিটি করপোরেশন নির্বাচন শেষ হতে যাচ্ছে। বুধবার রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন রয়েছে। আগামী নভেম্বর থেকে সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হবে। নভেম্বর থেকে ২৯শে জানুয়ারির মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন হবে। সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রথা মেনে সব ধরনের প্রস্তুতি রাষ্ট্রপতিকে আরেক দফা জানাবে ইসি।
http://dlvr.it/SqttYX

Post a Comment

0 Comments