ইরানের নামে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) মামলা করেছে ইউক্রেন, কানাডা, যুক্তরাজ্য ও সুইডেন। ২০২০ সালে যাত্রীবাহী বিমান ভূপাতিত করার অভিযোগের বিচার চেয়ে ওই মামলা করা হয়।
বুধবার আইসিজে মামলার বিষয়টি নিশ্চিত করে। দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগই ছিল ওই চারটি দেশের নাগরিক। দেশগুলো ইরানকে জবাবদিহির আওতায় আনতে সমন্বয় করে কাজ করছে।
২০২০ সালের ৮ জানুয়ারি ইরানের রেভল্যুশনারি গার্ডসের মিসাইলের আঘাতে ইউক্রেন ইন্টারন্যাশনালের ফ্লাইট-পিএস৭৫২ বিমানটি ভূপাতিত হওয়ার অভিযোগ উঠে। পরে জানা যায়, গুলি করে বিমানটি ধ্বংস করা হয়। ওই ঘটনায় ১৭৬ জন প্রাণ হারান।
তেহরান বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই ওই ঘটনা ঘটে। ইরানি কর্মকর্তারা তখন বলেছিলেন এটি একটি বিপর্যয়কর ভুল ছিল।
এমন একটা সময় বিমান দুর্ঘটনাটি ঘটে, যখন ইরান-যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব প্রকট। বিশ্লেষকরা বলেছিলেন, ইরান হয়তো যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ভেবে আক্রমণ করেছে।
মামলার আবেদনে বলা হয়, বেসামরিক বিমান নিরাপদে চলাচলের আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে ইরান। মন্ট্রিল কনভেনশন মানা হয়নি। এ ছাড়া ইরান সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে পদক্ষেপ নেয়নি এবং দায়ীদের শাস্তি দিতে ব্যর্থ হয়েছে।
আরও বলা হয়, দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা ইরান নেয়নি। এ ছাড়া অন্যান্য আইনেরও তোয়াক্কা ছিল না দেশটির।
এ ব্যাপারে ইরান ২০২১ সালে তদন্ত প্রতিবেদন দেয়। এতে রাডারের ভুল সংকেত এবং আকাশ প্রতিরক্ষা অপারেটরের ত্রুটিকে দায়ী করা হয়।
নেদারল্যান্ডের হেগে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইসিজে) সদরদপ্তর। স্বাধীন রাষ্ট্রগুলোর মধ্যে আইনি বিরোধ নিষ্পত্তি করে এ আদালত। একে বিশ্ব আদালতও বলা হয়।
http://dlvr.it/SrjhdL
0 Comments