Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

যশোরে বাসের ধাক্কায় ইজিবাইকের ৭ আরোহী নিহত

যশোর সদরের বাসের ধাক্কায় একটি ইজিবাইকের সাতযাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার লেবুতলা এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। তাদের বাড়ি যশোর সদরের সুলতানপুর গ্রামে। অন্যজন ইজিবাইক চালক। বাকিদের পরিচয় জানা যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। নিহতরা হলেন, ইজিবাইক চালক যশোর সদরের সুলতানপুরের সাইফুলের ছেলে ২৭ বছরের ইমরান হোসেন, বাঘারপাড়ার যাদবপুরের হেলালের জমজ দুই ছেলে দুই বছর বয়সী হোসেন ও হোসাইন, তার মেয়ে ৭ বছরের খাদিজা, একই গ্রামের বাবুল মুন্সির স্ত্রী ৩০ বছরের ফাহিমা খাতুন এবং অন্যদুইজন অজ্ঞাত। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লেবুতলায় সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালকসহ সাতজন নিহত হয়েছে বলে এখন পর্যন্ত জানতে পেরেছি। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ মোহাম্মদ আলী হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
http://dlvr.it/SrqnPz

Post a Comment

0 Comments