বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এক দফা আন্দোলনের অর্থ হলো জনগণের ভোটাধিকার। অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন। আর তা করতে হলে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। কারণ শেখ হাসিনাকে মানুষ বিশ্বাস করে না।
মঙ্গলবার বিকেলে টঙ্গী কলেজ গেট এলাকায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবিতে গাজীপুর মহানগর বিএনপি এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সেলফি তুলে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করেছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেলফি তুলে দেশের মানুষকে আর ধোঁকা দেয়া সম্ভব নয়। এই রাজনীতি বন্ধ করতে হবে।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন সরকার পাপ্পু প্রমুখ।
http://dlvr.it/SwLBdY
0 Comments