Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ব্যক্তিগত বিমান থেকে তেলের ব্যবসা, কী নেই নয়নতারার

দক্ষিণের ফিমেল সুপারস্টার নয়নতারা বলিউডে এসেই করেছেন বাজিমাত। শাহরুখ খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে উপহার দিয়েছেন জওয়ান। অভিনয় দক্ষতার পাশাপাশি ব্যক্তিজীবনে আর্থিক মানদণ্ডেও বড় তারকা তিনি। সবমিলিয়ে তার সম্পদের পরিমাণ ২০০ কোটি রুপির বেশি।
তামিলনাড়ু থেকে মুম্বাইয়ে অভিনেত্রেীর যে বিলাসবহুল সম্পত্তি, তার একটি হলো বিলাসবহুল বড় বাড়ি, যার দাম ১০০ কোটি রুপি। স্বামী পরিচালক ভিগনেশ শিভানের সঙ্গে তিনি যে ফ্ল্যাটে থাকেন তার দামও ১০০ কোটি রুপি।
নিউজ এইটটিন বলছে, নয়নতারার ফ্ল্যাটটিতে একটি ব্যক্তিগত সিনেমা হল আছে। আছে সুইমিং পুল এবং জিমের মতো আরও কিছু রয়েছে৷ এ ছাড়াও তার হায়দ্রাবাদের বানজারা হিলসে দুটি অ্যাপার্টমেন্ট রয়েছে, যার প্রতিটির মূল্য প্রায় ৩০ কোটি রুপি করে।
বিলাসবহুল গাড়ির প্রতি ঝোঁকের জন্যও পরিচিত নয়নতারা। তিনি বেশ কয়েকটি দামি গাড়ির মালিক। তার সবচেয়ে দামি গাড়ি বিএমডব্লিউ ৭ সিরিজের, যার দাম ১.৭৬ কোটি রুপি। এতে আছে অত্যাধুনিক লাইটিং, যা মেজাজের সঙ্গে অ্যাডজাস্ট করা যায়। আরও কয়েকটি গাড়ি আছে তার।

ভারতীয় অভিনেত্রীদের একচেটিয়া ক্লাবে যারা ব্যক্তিগত বিমানের মালিক, নয়নতারা তাদের একজন। এই অভিজাত দলে তার সঙ্গে আছেন শিল্পা শেঠি, প্রিয়াঙ্কা চোপড়া এবং মাধুরী দীক্ষিত। নয়নথারার প্রাইভেট বিমানটির দাম প্রায় ৫০ কোটি রুপি। প্রায়শ তার স্বামীর সঙ্গে এতে বিলাসবহুল ভ্রমণে বের হন।
বর্ণাঢ্য অভিনয় ক্যারিয়ারের বাইরে নয়নতারা লিপ বাম কোম্পানিতে ১০ কোটি টাকা বিনিয়োগে উদ্যোগী হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের তেল ব্যবসায় ১০০ কোটি রুপি বিনিয়োগ করেছেন এই সুপারস্টার। হয়েছেন চলচ্চিত্র নির্মাণে উদ্যোগী। জওয়ান সিনেমায় কাজ করার জন্যও নাকি ১০ কোটি টাকা নিয়েছেন নয়নতারা।
স্বামীর সঙ্গে রাউডি পিকচার্স ব্যানার নামে পরিচিত একটি প্রযোজনা সংস্থার সহ-মালিক তিনি। এই প্রোডাকশন হাউসই প্রাথমিকভাবে তার চলচ্চিত্র নির্মাণ করে।
সিনেমায় অভিনয়ের আগে নয়নতারা দক্ষিণের টিভি শো চামায়াম-এর জন্য সঞ্চলনা করতেন। দক্ষিণের কৈরালি টিভিতে তাকে তার দর্শকদের ফ্যাশন ও সৌন্দর্যের টিপস দিতে দেখা গিয়েছে।
নয়নতারা মালায়ালম সিনেমা মানসিনাক্কারে (২০০৩) দিয়ে অভিনয় দুনিয়ায় পা রাখেন। এরপর বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। স্বামী ও দুই সন্তানকে নিয়ে সংসার করছেন অভিনেত্রী।


http://dlvr.it/Swj1j6

Post a Comment

0 Comments