নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন।
ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকায় মঙ্গলবার রাত ৮টার দিকে জার্জিজ কম্পোজিট নীট লিমিটেড নামের ডাইং কারখানার জেনারেটর রুমে গ্যাস লিকেজ থেকে এ বিস্ফোরণ ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলেন সদর উপজেলার ফতুল্লার ভোলাইল গোদ্দার বাজার এলাকার মো. মিলন ও নরসিংদীপুর এলাকার মো. হায়দার।পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রাত ৮টার দিকে ওই ডাইং কারখানার জেনারেটর রুমে বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে পাশে থাকা দেয়াল ভেঙে পড়ে। আগুনে দগ্ধ হয় মিলন ও হায়দার নামের দুই শ্রমিক।
ওই সময় জেনারেটরের আগুন কক্ষে ছড়িয়ে পড়লে শ্রমিকরা নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভায়, তবে সাংবাদিকদের কারখানার ভেতর যেতে দেয়া হয়নি।ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহামেদ বলেন, ডাইং কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের খবর শুনে বিসিক ও মন্ডলপাড়া দুটি ইউনিটের সদস্যরা গিয়ে আগুন নেভায়। দগ্ধ দুইজনকে অন্য শ্রমিকরা উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, মূলত ওই কারখানার জেনারেটর পরিচালিত হতো গ্যাস থেকে। ধারণা করা হচ্ছে গ্যাসের লিকেজ থেকে জেনারেটর বিস্ফোরণ হয়েছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। পুরো বিষয়টি তদন্তের পর বিস্তারিত জানানো হবে।বিস্ফোরণের বিষয়ে পুলিশের তদন্ত চলছে বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম।
http://dlvr.it/SwMWRc
0 Comments