Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মিরপুরে আবার বৃষ্টি, খেলা শুরু হওয়া নিয়ে সংশয়

রাজধানীতে আজ সকাল শুরু হয়েছে বৃষ্টি দিয়ে। পরে কয়েক ঘণ্টা রোদ-ছায়ার খেলা চললেও মিরপুরে এর মধ্যে টস হয়ে যায়। টস জিতে সফরকারী কিউইদের ব্যাটিংয়ে পাঠান সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেয়া লিটন দাস। ম্যাচের শুরুতেই ৪.৩তম ওভারে বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। এরপর বৃষ্টি থামলে ওভার কমিয়ে বিকাল সাড়ে চারটায় আবার শুরু হয় খেলা। তবে ম্যাচের ৩৩.৪তম ওভারে ফের নেমেছে ভারি বৃষ্টি। ফলে আবারও খেলা শুরু হওয়া নিয়ে জেগেছে সংশয়। খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত নিউজিল্যান্ড পাঁচ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করেছে। টম ব্লান্ডেল ১৯ বলে ৮ রান ও কোল ম্যাককঞ্চি ১০ বলে ৮ রান নিয়ে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের পক্ষে মোস্তাফিজুর রহমান ৭ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট এবং নাসুম আহমেদ ৮ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন।
http://dlvr.it/SwQmBY

Post a Comment

0 Comments