Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বাড়ির সামনে নাটোর জেলা বিএনপির নেতাকে গুলি

নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আফতাবকে গুলি করেছে দুর্বৃত্তরা।
বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের দিন রোববার সকাল সাড়ে ৮টার দিকে শহরের স্টেশন বাজার এলাকায় নিজ বাড়ির সামনে তাকে গুলি করা হয়।
সাইফুলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান শাহীন।
স্থানীয় একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, সকালে স্টেশন বাজার এলাকায় নিজ বাড়ি থেকে সাইফুল ইসলাম আফতাব বের হচ্ছিলেন। ওই সময় ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে তিনটি গুলি করে। আফতাবের শরীরে দুটি গুলি বিদ্ধ হয়। পরে পরিবারের সদস্যরা তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, আওয়ামী লীগের সমর্থকরা গুলিবর্ষণ করেছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসমাম রমজান বলেন, আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী এই ঘটনা ঘটায়নি। জেলা আওয়ামী লীগ শান্তি সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করছে।
নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, বিষয়টি তাদের কেউ অবহিত করেনি। এ নিয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি।


http://dlvr.it/Sy5Yhr

Post a Comment

0 Comments