Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ শুরু করেছে বিএনপি। এক দফা দাবি আদায়ে শনিবার দুপুর ১২টা ৪০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশের কার্যক্রম। দুপুরে ২টায় এ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও পরে সমাবেশ শুরুর সময় এগিয়ে আনা হয়।
দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকেল থেকেই সমাবেশস্থলে দলের নেতা-কর্মীরা আসতে শুরু করেন। সমাবেশকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন প্রবেশমুখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তল্লাশি করছেন। দুপুরের পর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগও সমাবেশ ডেকেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে আসতে দেখা যায়।
বিএনপির পূর্বঘোষিত মহাসমাবেশের দিন শনিবার ভোর থেকেই রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন বিপুলসংখ্যক নেতা-কর্মী। সেখানে স্লোগান দিচ্ছেন তারা। এ সমাবেশকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
দুপুর ২টায় মহাসমাবেশ শুরুর কথা থাকলেও সকালেই মিছিল নিয়ে সমাবেশস্থলে যান বিএনপি নেতা-কর্মীরা।
রাজধানীর কমলাপুর, পুরানা পল্টন, কাকরাইল, শাহজাহানপুর এলাকা দিয়ে মিছিল নিয়ে আসতে শুরু করেছেন নেতা-কর্মীরা।


http://dlvr.it/Sy3tbS

Post a Comment

0 Comments