Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

সিরাজগঞ্জে আওয়ামী লীগ অফিসে আগুন

সিরাজগঞ্জের আওয়ামী লীগের একটি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অফিসে রাখা কয়েকটি আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।এনায়েতপুর থানা আওয়ামী লীগের এ কার্যালয়টিতে শনিবার রাতের কোনো এক সময়ে ঘটনাটি ঘটে।
থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগার আলী মাস্টার রোববার দুপুরে বিষটি নিশ্চিত করে বলেন, এ নাশকতার জন্য বিএনপি-জামায়াত দায়ী। পূর্বপরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে তারা। বিএনপি হরতাল সফল করতে আমাদের দলীয় কার্যালয়ের কক্ষে আগুন ধরিয়ে দিয়েছে।
কার্যালয়ের জানালা ভেঙ্গে রুমে ঢুকে চেয়ার, টেবিল ও আলমারিতে আগুন দিয়েছে। আগুনে গুরুত্বপুর্ণ কাগজপত্র পুড়ে গেছে। আগুন দেয়ার ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি।এ বিষয়ে এনায়েতপুর থানা বিএনপির সদস্য সচিব মঞ্জুর রহমান মঞ্জু বলেন, আওয়ামী লীগ ষড়যন্ত্র করে আগুন দিয়ে আমাদের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে।এনায়েতপুর থানার ওসি পঞ্চানন্দ সরকার বলেন, খবর পেয়ে আমরা দলীয় কার্যালয় পরিদর্শন করেছি। দুর্বৃত্তদের দেয়া আগুনে কয়েকটি আসবাবপত্র পুড়ে গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।


http://dlvr.it/Sy5b36

Post a Comment

0 Comments