Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ইসরায়েল সমর্থনকারী দেশের দূতদের লিবিয়া ছাড়ার দাবি পার্লামেন্টের

ফিলিস্তিনের গাজা উপত্যকার শাসক দল হামাসের সঙ্গে সংঘাতে থাকা ইসরায়েলকে সমর্থনকারী দেশগুলোর দূতদের লিবিয়া ছাড়ার দাবি জানিয়েছে আফ্রিকার দেশটির পূর্বাঞ্চলভিত্তিক পার্লামেন্ট।
স্থানীয় সময় বুধবার পার্লামেন্টের বিবৃতিতে এ দাবি জানানো হয় বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, আমরা জায়নবাদী সত্তার (ইসরায়েল) অপরাধে সমর্থনকারী দেশগুলোর রাষ্ট্রদূতদের দ্রুত ভূখণ্ড (লিবিয়া) ছাড়ার দাবি জানাচ্ছি।
ইসরায়েলকে সমর্থনকারী দেশগুলোতে তেল ও গ্যাস রপ্তানি বন্ধের দাবিও জানিয়েছে লিবিয়ার পূর্বাঞ্চলীয় পার্লামেন্ট। বিবৃতিতে বলা হয়, জায়নবাদী শত্রুদের সংঘটিত নির্বিচার হত্যা বন্ধ না হলে আমরা (ইসরায়েলকে) সমর্থনকারী দেশগুলোর কাছে তেল ও গ্যাস রপ্তানি স্থগিত রাখতে লিবিয়া সরকারের কাছে দাবি জানাব।
ইসরায়েলে ঢুকে গত ৭ অক্টোবর হামাসের অতর্কিত প্রাণঘাতী হামলার পরিপ্রেক্ষিতে উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় প্রাণ গেছে সাড়ে ছয় হাজারের বেশি ফিলিস্তিনির। অন্যদিকে হামাসের হামলায় প্রাণ হারায় এক হাজার চার শর বেশি ইসরায়েলি। এমন বাস্তবতায় জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা ও দেশ গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে।


http://dlvr.it/Sxyw2D

Post a Comment

0 Comments