Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

নিউজিল্যান্ডের সামনে রানের পাহাড় অস্ট্রেলিয়ার

বিশ্বকাপের ২৭তম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড।
ভারতের ধর্মশালায় শনিবারের এ ম্যাচে আগে ব্যাট করে প্রথম ইনিংসয়ে ৩৮৮ রান তুলেছে অস্ট্রেলিয়া।
ওশেনিয়া অঞ্চলের প্রতিবেশী দেশটির বোলারদের রীতিমতো তুলাধুনা করছেন অজি দুই ওপেনার।
ওয়ার্নারের সঙ্গে ইনিংস শুরু করেন হেড। দুজন মিলে ১০ ওভারে তোলেন ১১৮ রান।
১৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ১৫৫ রান। ডেভিড ওয়ার্নার ৫৬ বল থেকে পাঁচটি চার ও ছয়টি ছয়ে রান করেন ৭৬। অন্যদিকে ট্র্যাভিস হেড ৪২ বলে আটটি চার ও পাঁচটি ছয়ে করেন ৭৫ রান।
অস্ট্রেলিয়া ১৪ দশমিক পাঁচ ওভারেই দেড় শ রান পূরণ করে।
এ ছাড়া স্টিভ স্মিথ (১৭ বলে ১৮), মিচেল মার্শ (৫১ বলে ৩৬), মারনাস লাবুশেন (২৬ বলে ১৮), গ্লেন ম্যাক্সওয়েল (২৪ বলে ৪১), ইংলিস (২৮ বলে ৩৮), কামিন্স (১৪ বলে ৩৭), মিচেল স্টার্ক (১), অ্যাডাম জাম্পা (০) রান করেন।
শেষ দিকে দ্রুত উইকেট হারানোর কারণে পঞ্চাশ ওভারের পুরোটা খেলতে পারেনি অজিরা।
কিউইদের হয়ে গ্লেন ফিলিপস ১০ ওভারে মাত্র ৩৭ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট। আর ট্রেন্ট বোল্ট ৩ উইকেট নিতে খরচ করেন ৭৭ রান।


http://dlvr.it/Sy3zRh

Post a Comment

0 Comments