ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর পোস্ট করার ঘটনায় করা মামলায় সাফায়েত উল্যাহ নামের এক যুবককে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জহিরুল কবিরের আদালত বৃহস্পতিবার দুপুরে মামলাটির রায় ঘোষণা করে।
আদালতের বেঞ্চ সহকারী মো. কামরুল ইসলাম নিউজবাংলাকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামি সাফায়েত উল্যাহ প্রকাশ সাগর সন্দীপ থানার রহমতপুর এলাকার বাসিন্দা
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালে নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে ধর্ষণের ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। ওই ঘটনাকে কেন্দ্র করে আসামি সাফায়েত উল্যাহ নিজের ফেসবুক অ্যাকাউন্ট Safayet Ayaan থেকে প্রধানমন্ত্রীকে আপত্তিকর পোস্ট করেন। ওই বছরের ৬ অক্টোবর সকাল ১০টা ৩৮ মিনিটে ফেসবুকে লেখেন প্রধানমন্ত্রী ধর্ষণ হওয়া ছাড়া এই ধর্ষণের বিচার কখনো হবে না।
তার এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সন্দীপ ও দেশের বিভিন্ন এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। তার এমন কাজে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন। এতে ওই সময় সন্দীপ এলাকায় দাঙ্গা-হাঙ্গামাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়।
ফেসবুকে আসামি সাফায়েত উল্যাহর এমন পোস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চরম মানহানি হয়েছে দাবি করেন সন্দীপ পৌরসভা ছাত্রলীগের তৎকালীন সভাপতি ফয়সাল উদ্দিন। এ ঘটনায় তিনি বাদী হয়ে ২০২০ সালের ৮ অক্টোবর সন্দ্বীপ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে সাফায়েতের নামে একটি মামলা করেন।
ওই মামলা তদন্ত করে পরের বছরের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন সন্দ্বীপ থানার উপপরিদর্শক আনোয়ার হোসাইন।
রাষ্ট্রপক্ষের কৌসুলি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন বলেন, মামলায় আসামির বিচার শুরুর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করে আদালত। তাকে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ ধারায় ১ বছর, ২৯ ধারায় ১ বছর এবং ৩১ ধারায় ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তিনটি দণ্ডই একসঙ্গে চলবে, সেই হিসেবে ৩ বছর কারাভোগ করবেন তিনি।
রায় ঘোষণার সময় আসামি সাফায়েত আদালতে উপস্থিতি ছিলেন। রায় পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
http://dlvr.it/Sxz0Vd
0 Comments