Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

শতাধিক শিক্ষক ও গবেষক নিয়ে অনুষ্ঠিত হবে তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন

আগামী ১০ ও ১১ নভেম্বর দিনাজপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ সোসাইটি ফর দ্য স্টাডি অফ কারচার অ্যান্ড রিলিজিয়নের (বিএসএসসিআর) তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন।
সম্মেলনটিতে শতাধিক শিক্ষক ও গবেষক অংশ নেবেন। দিনাজপুরের ইতিহাস ও ঐতিহ্যকে বিশ্বের সামনে তুলে ধরার জন্য এ আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।
দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বিএসএসসিআর মহাসচিব অধ্যাপক ড. শাহনাজ হুসনে জাহান লীনা এক সংবাদ সম্মেলনে বুধবার দুপুরে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সিএসএসসিআর বিশ্ব সভ্যতার উন্নয়ন ও বিকাশের জন্য একটি গবেষণা সংস্থা। এটির সঙ্গে হার্ভার্ড, অক্সফোর্ড, ক্যামব্রিজ, ইয়েল, টোকিও ইউনিভার্সিটিসহ পৃথিবীর ৮৫টি দেশের ৬০০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
প্রতি ২ বছর অন্তর বাংলাদেশের বিভিন্ন জেলায় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়। আগামী ১০ ও ১১ নভেম্বর দিনাজপুরে তৃতীয় বিএসএসসিআর আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
এবারের সম্মেলনের বিষয়বস্তু বিশ্বাস ও বিশ্বাসীদের স্বভাব, সংস্কৃতিক ও আচরণ: দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্য।
সম্মেলনের উদ্দেশ্য হলো দেশি বিদেশি বিশেষজ্ঞ প্রত্নতত্ত্ববিদ, ঐতিহাসিক, নৃতত্ত্ববিদ, ভাষাবিদ, সাহিত্যিক, সমাজবিজ্ঞান এবং অর্থনীতিবিদদের মধ্যে একটা টেকসই সম্পর্ক ও পরিবেশ সৃষ্টি করা। বিশ্বের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সুসম্পর্ক স্থাপন করা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মেলন পূর্ব ও পরবর্তী ঐতিহ্যবাহী স্থান ভ্রমনের মাধ্যমে দিনাজপুরকে উন্নত সাংস্কৃতিক অঙ্গনে প্রচার করা।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দুই দিন ব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে ৩টি দেশের মোট ৭০টি গবেষণা প্রবন্ধ, ১০টি শিরোনামের অধীনে ১২টি প্যারালাল সেশনের মাধ্যমে উপস্থাপিত হবে। এর মধ্যে দিনাজপুরের উপর একটি বিশেষ সেশন থাকবে। যাতে দিনাজপুরের ঐতিহাস ও ঐতিহ্যকে বিশ্বের সামনে তুলে ধরা হবে।


http://dlvr.it/SxwJG4

Post a Comment

0 Comments