Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

পুলিশের ধাওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু, অভিযোগ পরিবারের

কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের ধাওয়ায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার মোকাম গ্রামে রোববার রাতে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো ৩৫ বছর বয়সী মো. জাকির হোসেন উপজেলার মোকাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন।
জাকিরের স্ত্রী পলি আক্তার অভিযোগ করেন, রোববার রাতে একদল পুলিশ জাকিরের বাড়িতে গিয়ে ঘরের দরজা খোলার জন্য ডাকাডাকি করতে থাকে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাকির পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ জাকিরকে ধরতে ধাওয়া করে। জাকির অনেকক্ষণ ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা ভেবেছিল তাকে পুলিশ ধরে নিয়ে গেছে।
সোমবার সকালে বাড়ির অদূরে জাকিরের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পরিবারের সদস্যরা খবর দেন। পরে জাকিরকে কাবিলা ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বুড়িচং উপজেলা বিএনপির সহসভাপতি শরিফুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে পুলিশ বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি করে আসছিল। রোববার রাতে পুলিশ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের জাকির হোসেনের বাড়িতে যায়। সকালে বাড়ির পাশে জাকিরের মরদেহ পাওয়া যায়।
তিনি আরও বলেন, জাকিরের দুই হাতে হ্যান্ডকাফ পরানোর চিহ্ন রয়েছে। পুলিশের নির্যাতনেই তার মৃত্যু হতে পারে। বুড়িচং উপজেলা বিএনপির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানাই।
বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জাবেদ উল ইসলাম জানান, রাতে পুলিশ জাকিরকে গ্রেপ্তার করতে তার বাড়িতে যায়। ঘরে তাকে না পেয়ে পুলিশ সদস্যরা চলে আসেন।
বুড়িচং থানার ওসি আবুল হাসনাত খন্দকার বলেন, পুলিশ তার বাড়িতে গিয়েছিল, তবে তখন তাকে পাওয়া যায়নি। পরে শুনেছি তার মরদেহ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।


http://dlvr.it/Sy7KFl

Post a Comment

0 Comments