Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বুড়িগঙ্গায় ফের নৌকা চালু

রাজধানী ঢাকায় তিন দলের সমাবেশকে কেন্দ্র করে সদরঘাট ও এর আশেপাশের এলাকায় বুড়িগঙ্গা নদীতে বন্ধ থাকা খেয়া পারাপার চালু হয়েছে।
শুক্রবার বিকেল থেকে খেয়া পারপার বন্ধ হয়, দুদিন এমন পরিস্থিতির পর বিএনপির ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের দিন রোববার সকাল থেকে বুড়িগঙ্গায় খেয়া পারাপার ফের চালু হয়।
সকালে সরেজমিনে দেখা যায়, পোস্তগোলা ব্রিজ থেকে চকবাজার পর্যন্ত বুড়িগঙ্গা নদীতে স্বাভাবিকভাবেই চলছে খেয়া নৌকা। ভোর থেকেই মাঝিরা যাত্রী পারাপার শুরু করেন। দুই পাড়ের যাত্রীদের স্বস্তি নিয়েই নদী পার হতে দেখা গেছে।
সদরঘাট এলাকার খেয়া মাঝি শহিদুল মিয়া বলেন, শুক্রবার বিকেল থেকে নৌকা চালানো বন্ধ ছিল। সমাবেশের জন্য বন্ধ রাখতে বলা হয়েছিল। আজ সকাল থেকে চালানো শুরু করেছি। আজও বন্ধ থাকলে আমাদের না খেয়ে থাকতে হতো। আমরা গরিব মানুষ। একদিন আয় না করলে পরিবার চলে না।
মালামাল নিয়ে নদী পার হতে আসা মোসাদ্দেক হোসেন বলেন, দুই দিন দোকানে জিনিসপত্র ছিল না৷ আজকে খেয়া পারাপার চালু হওয়ায় মাল নিতে এসেছি।
ওয়াইজ ঘাট এলাকায় নদী পার হতে আসা মোস্তাফিজুর রহমান নামের এক যাত্রী বলেন, সমাবেশের জন্য খেয়া নৌকা বন্ধ ছিল। আমাদের বাবুবাজার ব্রিজ দিয়ে হেঁটে নদী পার হতে হয়েছে। সকাল থেকে নৌকা চলছে শুনলাম। তাই খেয়া দিয়ে পার হতেই আসলাম। নইলে আগের মতোই কষ্ট করে ব্রিজ পার হতে হতো।
এদিকে সারাদেশে বিএনপি-জামাতের ডাকা হরতালকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সদরঘাট, বাংলাবাজার মোড়, ইসলামপুর, বাবুবাজার সহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।


http://dlvr.it/Sy5YRj

Post a Comment

0 Comments