Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মেট্রো ট্রেনে চড়লেন প্রায় ৩০০ সাংবাদিক

রাজধানীতে বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত প্রায় ৩০০ সাংবাদিক রোববার ভ্রমণ করেছেন মেট্রো ট্রেনে।
জাতীয় প্রেস ক্লাব থেকে যাত্রা করে উত্তরা উত্তর স্টেশনে নেমে তারা মেতেছিলেন তুমুল আড্ডায়। এর সঙ্গে ছিল সংগীতশিল্পী বৃষ্টি দের কণ্ঠে চমৎকার সব গানের পরিবেশনা।
সকাল পৌনে ৯টায় প্রেস ক্লাব স্টেশন থেকে যাত্রা শুরু করে সোয়া ৯টায় উত্তরা উত্তর স্টেশনে পৌঁছান সাংবাদিকরা।
সাংবাদিকরা তাদের আড্ডায় বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার মধ্যমণি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার হাত ধরেই গত ১৫ বছর বাংলাদেশ শুধু এগিয়ে যাচ্ছে সামনের দিকে। বাংলাদেশের বদলে যাওয়ার গল্প তার হাত ধরেই। মেট্রোরেল, পদ্মা সেতু, দোহাজারী-কক্সবাজার রেলপথ, মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, পায়রা সমুদ্রবন্দর, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে এ রকম বহু স্থাপনা তৈরি হয়েছে গত ১৫ বছরে। এগুলো এখন বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তাদের ভাষ্য, বাংলাদেশের এগিয়ে যাওয়াকে সমর্থন জানিয়ে শেখ হাসিনাতেই আস্থা রাখতে চান বাংলাদেশের মানুষ। দেশের উন্নয়ন, অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সাধারণের মতো দেশের সাংবাদিক সমাজও শেখ হাসিনাতেই আস্থা রাখতে চান।
উত্তরার আড্ডায় বাংলাদেশ অবজারভারের সম্পাদক ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর সম্পাদক সাইফুল আলম, বাসসের ব্যবস্থাপনা সম্পাদক আবুল কালাম আজাদসহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সকালের নাশতা শেষে গান পরিবেশন করেন শিল্পী বৃষ্টি দে। গানের শেষে সব সাংবাদিকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ফটোসেশন। সবশেষে সাংবাদিকরা বেলা ১১টা ১০ মিনিটে মেট্রো ট্রেনে চড়ে আবারও প্রেস ক্লাব যান।


http://dlvr.it/SykJk3

Post a Comment

0 Comments