Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র বাণিজ্য, জলবায়ু, নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও অংশীদারত্ব গভীর করতে চায় বলে জানিয়েছেন স্টেট ডিপার্টমেন্টের প্রধান উপমুখপাত্র ভেদান্ত প্যাটেল।
স্থানীয় সময় বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে এক সাংবাদিক ভেদান্ত প্যাটেলের উদ্দেশে বলেন, যুক্তরাষ্ট্রের সমর্থনে বাংলাদেশ সরকার সন্ত্রাসবাদ ও উগ্রবাদ মোকাবিলায় শূন্য সহিষ্ণুতা নীতি নিয়েছে। সরকারের এ অর্জন ইতিবাচকভাবে তুলে ধরেছে সংবাদমাধ্যমগুলো, যা যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী তৎপরতা ও জাতীয় স্বার্থের সহায়ক হচ্ছে।
সন্ত্রাসবাদ ও উগ্রবাদ মোকাবিলায় বাংলাদেশ সরকারের এ অর্জন যুক্তরাষ্ট্র কীভাবে মোকাবিলা করে, তা ভেদান্ত প্যাটেলের কাছে জানতে চান ওই সাংবাদিক।
জবাবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রধান উপমুখপাত্র বলেন, আমি বড় পরিসরে বলব যে, আপনি এর আগে আমাকে বলতে শুনেছেন যে, গত বছর আমরা বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০ বর্ষপূর্তি উদযাপন করেছি এবং এটি (বাংলাদেশ) অবশ্যই এমন দেশ যেটির সঙ্গে বাণিজ্য, জলবায়ু ক্ষেত্রে সহযোগিতা, নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতাসহ বেশ কিছু ক্ষেত্রে এবং সম্ভাব্য অন্যান্য ক্ষেত্রে আমাদের সম্পর্ক ও অংশীদারত্ব গভীর করা অব্যাহত রাখতে চাই।


http://dlvr.it/SyfCrV

Post a Comment

0 Comments