Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

সুষ্ঠু নির্বাচনের জন্য সংলাপ গুরুত্বপূর্ণ: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র বলেছে, জানুয়ারির জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের নির্বাচনি পরিবেশকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে দেশটি এবং তারা সহিংসতার ঘটনাগুলোকে অত্যন্ত গুরুত্বসহকারে নিয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার এ কথা বলেন। খবর ইউএনবির
মিলার বলেন, তারা সরকার, বিরোধী দল, সুশীল সমাজ ও অন্যান্য অংশীজনদের সঙ্গে সংযুক্ত রয়েছে এবং তা অব্যাহত রাখবে; এবং বাংলাদেশের জনগণের সুবিধার্থে ও শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য তাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছে।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি- এই লক্ষ্যগুলো অর্জনের জন্য সংলাপ গুরুত্বপূর্ণ।
মিলার বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন রাজনৈতিক দল, ভোটার, সরকার, সুশীল সমাজ ও গণমাধ্যম- সবারদায়িত্ব।
মুখপাত্র বলেন, এবং আমরা যা চাই, বাংলাদেশের মানুষও তাই চায়, আর তা হলো- শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন।


http://dlvr.it/SyDXyr

Post a Comment

0 Comments