চতুর্থ দফায় বিএনপিসহ বিরোধীদের ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের শেষ দিনে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেছেন বিএনপির নেতা-কর্মীরা।
আড়াইহাজারের বান্টি বাজার এলাকায় সোমবার সকালে মিছিল করেন তারা। ওই সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ছাড়াও সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করে উপজেলা বিএনপি নেতা-কর্মীরা।
একই সময় আড়াইহাজারের লেঙ্গুরদী এলাকায় বিএনপির দুই কর্মীকে আটক করেছে পুলিশ। ওই সময় জুসের বোতল ভর্তি পেট্রোল উদ্ধার করা হয়। এ ছাড়া নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়ক ও ফতুল্লার ইসদাইর এলাকায় ঝটিকা মিছিল করেছেন যুবদল ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। ফতুল্লায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন কৃষক দলের স্থানীয় নেতা-কর্মীরা।
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, লেঙ্গুরদী এলাকায় রেললাইনের পাশে একটি সড়কে নাশকতা করার সময় দুইজনকে আটক করা হয়। তারা বিএনপির কর্মী ফয়সাল ও আকাশ। যারা আড়াইহাজারে নাশকতা করার চেষ্টা করেছে বা নাশকতায় জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।
এদিকে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করছে। ঢাকা-চট্টগ্রাম ও সিলেট মহাসড়কসহ ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক হয়ে যাত্রীবাহী ও পণ্যবাহী যান চলাচলও স্বাভাবিক। তবে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো গাড়ি। সড়ক-মহাসড়কের বিশৃঙ্খলা এড়াতে মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পাশাপাশি সকাল থেকে বিভিন্ন সড়কে আওয়ামী লীগের নেতা-কর্মীরা শান্তি মিছিল করছে।
এর আগে রোববার মধ্যে রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের নারায়ণগঞ্জের চানমারি এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই সময় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে।
একই দিন সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী এলাকায় নাফ পরিবহনের থামিয়ে রাখা একটি মিনি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা জানান, পুরো জেলাজুড়ে ৩২টি স্থানে পুলিশের রিজার্ভ ফোর্স অবস্থান করছে। এ ছাড়া ৪৬টি টহল টিম কাজ করছে, পাশাপাশি র্যাব ও বিজিবিসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে।
http://dlvr.it/Sym7rB
0 Comments