Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মিধিলির প্রভাবে বরিশাল নগরীতে টানা বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি

ঘূর্ণিঝড়ের মিধিলির প্রভাবে বরিশালে বৈরী আবহাওয়ায় টানা বৃষ্টি হচ্ছে। এতে নগরীর ৩০টি ওয়ার্ডের প্রায় সব রাস্তাঘাট তলিয়ে গেছে।
বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে মধ্যরাত পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও মধ্যরাত থেকে মুশলধারে বৃষ্টি হচ্ছে। শুক্রবার বৃষ্টিপাতের পাশাপাশি দমকা হাওয়াও বইছে বরিশালে।
বরিশাল নগরীর বটতলা এলাকা ঘুরে দেখা যায়, এখানে চলাচলের প্রধান সড়কটিতে হাঁটু পানি জমেছে। ফলে বিপাকে পড়েছেন এ এলাকার বাসিন্দারা। একই অবস্থা নগরীর অক্সফোর্ড মিলন রোড, গোরস্থান রোড, ভাটিখানা ও সদর রোড এলাকায়।
এসব এলাকার বাসিন্দারা জানান, গত ১০ বছরে এলাকার জলাবদ্ধতার সমস্যা সমাধান হয়নি। একটু বৃষ্টি হলেই হাঁটু পানি জমে। প্রতিনিয়ত জনপ্রতিনিধিরা আশা দিয়ে থাকলেও এর কোন সমাধান করেননি।
তবে নতুন মেয়র খোকন সেরনিয়াবাত নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছেন, জলাবদ্ধতা নিরসন করবেন। সে অনুযায়ী ৮০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী।
জলাবদ্ধতা নিরসনে কাজ করার কথা জানিয়ে দায়িত্ব গ্রহণ করে সিটি মেয়র খোকন সেরনিয়াবাত বলেছিলেন, নগরীর সব খাল গুলো দখলমুক্ত ও পরিষ্কারের পাশাপাশি ড্রেন পরিষ্কার ও মাস্টার প্লান বাস্তবায়ন করে জলাবদ্ধতা নিরসনে কাজ করবেন তিনি।
বৈরী এ আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ-এর উপ-পরিচালক ও বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, নদী বন্দরে ৩ নম্বর সংকেত থাকায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে লঞ্চসহ সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। এ নির্দেশনা পরবর্তী ঘোষণা পর্যন্ত বলবৎ থাকবে বলেও জানান তিনি।
আবহাওয়া অফিস জানায়, সকাল ৯টা পর্যন্ত বরিশালে ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ অবস্থায় পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি জেলে ও মাছ ধরা ট্রলার গুলো নিরাপদে থাকতে বলা হয়েছে।
এদিকে বরিশাল জেলায় ৫৪১টি আশ্রয়ণ কেন্দ্র প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন। পাশাপাশি উপকূলীয় এলাকাগুলোতে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।


http://dlvr.it/Syy0Jl

Post a Comment

0 Comments