চট্টগ্রামের ঘূর্ণিঝড় মিধিলার প্রভাবে ঝড়ো হাওয়ায় গাছ পড়ে দুজনের প্রাণ গিয়েছে। নিহতের মধ্যে একজন বৃদ্ধ ও অপরটি শিশু।
শুক্রবার বিকেলে জেলার সন্দীপ ও মীরসরাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় তারা নিহত হন।
নিহত দুজন হলেন- সন্দ্বীপের মগধরা ইউনিয়নের হানিফ মাস্টার বাড়ি এলাকার বাসিন্দা ৭১ বছর বয়সী আব্দুল ওহাব এবং মীরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকার আনোয়ার হোসেনের ৩ বছর বয়সী মেয়ে সিদরাতুল মুনতাহা।
সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা তাদের মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছেন।
মীরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফ উদ্দিন আরজু বলেন, বাড়ির আঙ্গিনায় খেলার সময় একটি বড় গাছ উপড়ে শিশু সিদরাতুল মুনতাহার ওপর পড়ে। এতে গুরুতর আহত হয় সে। দ্রুত তাকে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সন্দ্বীপে মগধরা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য জাহেদ সারোয়ার শিমুল জানান, শুক্রবার স্থানীয় মসজিদে আসরের নামাজ পড়ে ফেরার সময় ঘরে প্রবেশের আগমুহূর্তে বাতাসে একটি গাছের ডাল ভেঙে পড়ে। ওই ডালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আব্দুল ওহাবের মৃত্যু হয়।
ঘূর্ণিঝড় মিধিলার প্রভাবে বৃহস্পতিবার থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে থাকে চট্টগ্রামে। ওইদিন রাতে জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হয়। বৃষ্টিতে চট্টগ্রাম নগরের কিছু জায়গায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
মিধিলার প্রভাবে শুক্রবার বিকেল থেকে ঝড়ো হাওয়া শুরু হয়। এতে জেলার উত্তর দিকের কয়েক উপজেলার বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে। তবে সিদরাতুল মুনতাহা ও আব্দুল ওহাব ছাড়া আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে ঘূর্ণিঝড় মিধিলার প্রভাবে সৃষ্ট ঝড়ো হাওয়ায় বিদ্যুৎতের খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
ঘূর্ণিজড়ের প্রভাবে টানা বর্ষণে পাহাড়ধসসহ যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখতে ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করাসহ নানা প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন ও সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো।
http://dlvr.it/SyyWFY
0 Comments