Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বিরাট-শ্রেয়াসের সেঞ্চুরিতে ভারতের সংগ্রহ ৩৯৭

গ্রুপ পর্বের পর ফাইনালে ওঠার ম্যাচেও নিউজিল্যান্ডের বোলারদের তুলোধুনা করেছেন ভারতীয় ব্যাটাররা। বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের সেঞ্চুরিতে ভর করে কিউইদের ৩৯৮ রানের বিশাল লক্ষ্য দিয়েছে ভারত।
এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটে নেমেই রূদ্রমুর্তি ধারণ করেন হিটম্যান রোহিত ও শুভমান গিল। চার-ছক্কার বন্যা বইয়ে দেন তারা।
দলীয় ৭১ রানের মাথায় যখন রোহিত টিম সাউদির বলে আউট হয়ে ফেরেন, তখন তার ব্যক্তিগত সংগ্রহ ২৯ বলে ৪৭ রান। এ রান করার পথে তিনি মারেন চারটি করে চার ও ছক্কার মার।
পরে কোহলিকে নিয়ে বড় জুটি গড়েন শুভমান। একপাশে তিনি সমানে ব্যাট চালিয়ে যাচ্ছিলেন, অন্যপ্রান্তে বোলারদের ডেলিভারি অনুযায়ী খেলছিলেন কোহলি। এর মাঝে ২৩তম ওভারে রান নিতে গিয়ে পড়ে যান শুভমান। পড়ে গিয়ে আহত হলে তাকে রিটায়ার করে মাঠ ছাড়তে হয়। তার আগে ৬৫ বলে ৭৯ রান করেন তিনি। ফলে সেঞ্চুরির পথে এগোতে থাকা এ ব্যাটারকে অপূর্ণতা নিয়েই মাঠ ছাড়তে হয়।
শুভমান প্যাভিলিয়নে ফিরলে ক্রিজে আসেন শ্রেয়াস আইয়ার। কোহলির সঙ্গে ইনিংসের সবচেয়ে বড় জুটিটি (১৬৩) গড়েন তিনি। এর মাঝে সেঞ্চুরি তুলে নেন বিরাট কোহলি। এই সেঞ্চুরির ফলে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রান, সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংস এবং ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি।
সেঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। সাউদির লেংথ বল বেরিয়ে এসে ডিপ স্কয়ার লেগের ওপর দিয়ে খেলতে চেয়েছিলেন কোহলি। কিন্তু টাইমিং না হওয়ায় সীমানায় ডেভন কনওয়ের হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন তিনি। ফেরার আগে ১১৩ বলে ১১৭ রানের ইনিংস খেলে যান।
এরপর লোকেশ রাহুলকে নিয়ে রান তোলার গতি বাড়ানোর চেষ্টায় মনোযোগী হন শ্রেয়াস। এর মাঝে ৬৭ বলে নিজের ঝড়ো সেঞ্চুরি তুলে নেন তিনি। এটি চলতি বিশ্বকাপে তার টানা দ্বিতীয় শতক। ৩৫ বলে প্রথম পঞ্চাশ করার পর পরের পঞ্চাশ তিনি তোলেন মাত্র ৩২ বলে।
সেঞ্চুরির পর আরও মারমুখী হয়তে গিয়ে ১০৫ রানের মাথায় ফিরতে হয় শ্রেয়াসকে। ট্রেন্ট বোল্টের শর্ট ডেলিভারিতে স্ট্রেইট ফরওয়ার্ডে ছক্কা হাকাতে গিয়ে লং অনে ড্যারিল মিচেলের হাতে ধরা পড়েন তিনি। ফেরার আগে ৮টি ছক্কা ও চারটি চারের মার মারেন শ্রেয়াস।
এরপর রাহুলের ২০ বলে অপরাজিত ৩৯ রানের ক্যামিওতে নিউজিল্যান্ডকে ৩৯৮ রানের বিরাট লক্ষ্য দেয় ভারত।
কিউইদের হয়ে টিম সাউদি তিনটি ও ট্রেন্ট বোল্ট একটি উইকেট নেন।


http://dlvr.it/SysKxF

Post a Comment

0 Comments