তৃতীয় ধাপে ডাকা বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন কম চলছে।
বুধবার সকাল থেকেই চরম দুর্ভোগে পড়েছেন এ সড়ক দিয়ে যাতায়াত করা মানুষেরা। সড়কের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ থাকলেও আতঙ্কে চলাচল করছেন কর্মজীবীরা।
পুলিশ জানিয়েছে, কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় সকালে বিএনপির নেতা-কর্মীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধে মিছিল ও নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সংবাদে ওই এলাকায় অভিযান চালিয়ে বিএনপির কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদস্য ও গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুলসহ আট বিএনপির নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
এ সময় বেশ কয়েকজন ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান। এ ছাড়া আর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন, সকাল থেকে দূরপাল্লার বাস দেখা না গেলেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কিছু স্থানীয় যানবাহন চলাচল করছে। এছাড়াও পুরোপুরি অবৈধ অটোরিকশা-সিএনজিসহ ছোট যানবাহনের দখলে ছিল মহাসড়কটি।
পরিবহন সংকটের ফলে বাধ্য হয়েই ঝুঁকি ও আতঙ্কের মধ্যেই এসব যানবাহনে করে গন্তব্যস্থলে পৌঁছান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা। আর এ সুযোগে যাত্রীদের কাছ থেকে এসব যানবাহনের চালকেরা অতিরিক্ত ভাড়া আদায় করে নিচ্ছেন বলেও অভিযোগ উঠছে।
নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন জানান, অবরোধে দূরপাল্লার বাস না চললেও মহাসড়কে স্থানীয় যানবাহন চলাচল করছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত ওসি আকবর আলী খান বলেন, নাশকতার প্রস্তুতিকালে বিএনপির ৮ জনকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। নাশকতাকারীদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
http://dlvr.it/SyY0fM
0 Comments