Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির আলোচনা শুরু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে শনিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খবর ইউএনবির
১৩টি নিবন্ধিত দল আলোচনায় অংশ নিয়েছে এবং তিনটি দল যোগ দিচ্ছে না। এদিকে তিনটি দল যোগ দেবে কি না তা কমিশনকে জানায়নি। গণতন্ত্রী পার্টিকে আলোচনায় আমন্ত্রণ জানানো হয়নি।
ইসি প্রতিদিন দুটি সংলাপ সেশন নির্ধারণ করেছে। প্রথমটি শনিবার সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয় এবং অন্যটি বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
দুই দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে দিনব্যাপী আলোচনা হচ্ছে। সংলাপের জন্য দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক বা তাদের দ্বারা নিযুক্ত দুজন প্রতিনিধিকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন।
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ কল্যাণ পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দলসহ (জেএসডি) বিএনপি ও এর একাধিক সহযোগী নির্বাচন কমিশনের সংলাপে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কোনো জোটে না থাকা বাংলাদেশের কমিউনিস্ট পার্টিও (সিপিবি) ইসির সংলাপ বয়কট করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মতো ইসলামী দলগুলো সংলাপ বর্জন করেছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান এবং তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ সংলাপে দলের প্রতিনিধিত্ব করছেন বলে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানিয়েছেন।


http://dlvr.it/SyMtGx

Post a Comment

0 Comments