Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

তফসিল ঘোষণা ঘিরে নির্বাচন ভবন এলাকায় কঠোর নিরাপত্তা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বুধবার সন্ধ্যায় নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছেন। এমন এক সময়ে তিনি এই তফসিল দিতে যাচ্ছেন, যখন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে সারা দেশে অবরোধ চলছে।
বিরোধী দলের এমন কর্মসূচির মধ্যে তফসিল ঘোষণা উপলক্ষে সকাল থেকেই কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন ও সংশ্লিষ্ট এলাকার মূল সড়কে সকাল থেকেই অবস্থান নিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
নির্বাচন ভবনের ভেতরে দর্শনার্থী প্রবেশে চলছে কড়াকড়ি। পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা নিয়োজিত রয়েছেন নির্বাচন ভবনের ভেতরে। সকালে নির্বাচন ভবন এলাকায় র্যাবের কয়েকটি টহল গাড়ি দেখা যায়। প্রবেশপথে দেখা গেছে পুলিশের এপিসি ও জলকামানের গাড়ি।
নির্বাচন ভবনের প্রবেশ পথে ব্যারিকেড দেয়া হয়েছে। সেখানে সবার পরিচয় জেনে তারপর ভেতরে যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে।
এদিকে দুপুরের পর থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। নগরের মোড়ে মোড়ে পুলিশের সাঁজোয়া যান ও ব্যাপকসংখ্যক সদস্য অবস্থান নিয়েছেন।


http://dlvr.it/SysCmv

Post a Comment

0 Comments