Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বরিশাল আওয়ামী লীগে উত্তেজনা

বরিশাল সিটি করপোরেশনের ভোট এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শান্তি সমাবেশে মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীরের প্রকাশ্যে বিতর্কিত বক্তব্যে ক্ষোভ জানিয়েছেন দলটির একাংশ।
বরিশাল-৫ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে বুধবার শোডাউন শেষে শান্তি সমাবেশের ব্যানারে জেলা পরিষদ চেয়ারম্যান ও বরিশাল মহানগর আওয়ামী লীগের এ কে এম জাহাঙ্গীর বলেন, আমাদের পাকা ফসল কেটে আর একজনে ঘরে তুলবে তা হতে দেয়া হবে না। আমরা কোনো বহিরাগতকে সুযোগ দেব না। সিটি নির্বাচনে আমাদের পাখা বানিয়েছে। ওই নির্বাচনের মত আর খালি মাঠে গোল দিতে দেব না। এবার খেলা হবে। জনগন ভোট কেন্দ্রে যাবে। প্রশাসন ব্যবহার করে বাক্স ভরবেন, সেই সুযোগ নেই।
মহানগর আওয়ামী লীগ সভাপতির এমন মন্তব্যে বিব্রত ও ক্ষুব্ধ নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনার পাশাপাশি এর প্রতিবাদে শনিবার বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে।
কেন্দ্রীয় যুবলীগের সদস্য, বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি ও মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম দেওয়ান বলেন, জাহাঙ্গীর সাহেব আওয়ামী লীগের সভাপতি হয়ে সংগঠন বিরোধী বক্তব্য দেয়ায় প্রধানমন্ত্রীর কাছে তার বিচার চাই। কান্ডজ্ঞানহীন কোনো ব্যক্তি দেখতে চাইলে জাহাঙ্গীর হোসেনের ছবিটা দেখলেই হবে।
মহানগর সভাপতিকে ইঙ্গিত করে ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব ফেসবুকে লেখেন, উনি জামায়াতের দালাল, তাকে বহিস্কার করা দরকার।
শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর আমিন উদ্দিন মোহন ফেসবুকে লেখেন, সভাপতি গঠনতন্ত্র বিরোধী কথা বলে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। ৪ বছরের মেয়াদ উত্তীর্ন কমিটি বাতিল করতে হবে।
মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক মাহমুদুল হক খান মামুন বলেন, ১২ জুনের সিটি নির্বাচন হয়েছিল ইভিএম পদ্ধতিতে। সেই নির্বাচন সম্পর্কে মহানগর সভাপতি জাহাঙ্গীর প্রশ্ন তুলেছেন। জাতীয় নির্বাচনেও প্রশাসন দিয়ে ব্যালট ভরার কথা বলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। অথচ জাহাঙ্গীর নিজের ছেলের বিয়ের টাকা জেলা পরিষদ থেকে ব্যয় করেছেন। তিনি বাকশালী করে বিএম কলেজে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন। জাহাঙ্গীরের বহিস্কারের দাবিতে শনিবার নগরীতে বিক্ষোভ ও সমাবেশ করবে বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা।
এ বিষয়ে জানতে চাইলে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর বলেন, শান্তি সমাবেশে যা বলেছি সঠিক বলেছি। বক্তব্য শুনলেই বোঝা যাবে কি বলতে চেয়েছি। এটি নিয়ে যারা হেয়প্রতিপন্য করতে চায় তারা কারা।


http://dlvr.it/SzZGFm

Post a Comment

0 Comments