হবিগঞ্জের বানিয়াচং থানা থেকে এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে ওই দিন সন্ধ্যায় চুরির মামলায় গ্রেপ্তার করে পুলিশ।
ঘটনাটি মঙ্গলবার রাতের। প্রাণ হারানো ২৫ বছর বয়সী গোলাম রাব্বানী বানিয়াচং উপজেলার নন্দিপাড়া (নাগার খানা) গ্রামের বাসিন্দা।
বানিয়াচং সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, গোলাম রাব্বানী একটি চুরির মামলায় তদন্তাধীন আসামি। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেপ্তার করে বানিয়াচং থানায় নিয়ে যায়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানার নারী-শিশু রুমে রাখা হয়। রাত ১০টার দিকে পুলিশ দেখতে পায় রাব্বানী পরনের টি-শার্ট ও কোমরের বেল্ট দিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়েছে ঝুলে আছেন।
পরে গোলাম রাব্বানীকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, যেহেতু সে পুলিশ হেফাজতে আত্মহত্যা করেছে, তাই বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই বুধবার সকালে মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
গোলাম রাব্বানীর বড় ভাই মইনউদ্দিন বলেন, পুলিশ প্রথমে আমাদের তার মৃত্যুর কথা বলেনি। থানা থেকে জানানো হয়েছে রাব্বানীর বুকে ব্যথা, তাই হাসপাতালে নেয়া হয়েছে। রাতে আমাদের খবর দেয়া হয় তার মৃত্যু হয়েছে।
http://dlvr.it/T0dkfZ
0 Comments