কক্সবাজার শহরের কলাতলীতে বিদেশি পর্যটককে ছিনতাইকালে ছুরিকাঘাতের ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ। ঘটনায় জড়িত বাবু গ্রুপ নামে সক্রিয় ছিনতাইকারী গ্রুপের হোতাসহ চারজনকে গ্রেপ্তারের পাশাপাশি ওই গ্রুপের বাকি সদস্যদেরও শনাক্ত করার কথা জানিয়েছে পুলিশ।
রোববার বিকেল চারটার দিকে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এসব তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন- কক্সবাজার শহরের পশ্চিম নতুন বাহারছড়া এলাকার আবুল ফয়েজের ছেলে ১৬ বছর বয়সী মেহেদী হাসান বাবু, একই এলাকার মোহাম্মদ ইউসূফের ছেলে ২৩ বছর বয়সী আবির হোসেন সান, মনির হোসেনের ছেলে ১৯ বছর বয়সী মোহাম্মদ আবির ও ঝাউতলা গাড়ীর মাঠ এলাকার সিরাজুল ইসলামের ছেলে ১৮ বছর বয়সী মোসাইদুল ইসলাম সামাদ।
অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, শুক্রবার রাতে কলাতলীর হোটেল ওশান প্যারাডাইসের সামনে থেকে আল হুদায়বি খালিদ মোহাম্মদ নামে এক সৌদি নাগরিকের হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে বাবু গ্রুপের বাবুসহ ৬ জন। ব্যাগ নিতে না পেরে তারা ওই পর্যটককে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। পরবর্তীতে থানায় অভিযোগ দেয়া হলে মাঠে নামে ট্যুরিস্ট পুলিশের স্পেশাল অপারেশনাল টিম। তাদের অভিযানে গ্রুপ প্রধান বাবুসহ চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশের ওই টিম।
গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাবাসাদের বরাতে আপেল মাহমুদ জানান, অভিযুক্ত বাবু গ্রুপের বাবুসহ চারজন গ্রেপ্তার হওয়ার পর তাদের তথ্যানুযায়ী বাকি দুইজনও শনাক্ত হয়েছে। তাদেরও গ্রেপ্তার করা হবে। ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করে বাবু ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হয়েছেন। তাকে আদালতে উপস্থাপন করা হবে।
তিনি বলেন, ছিনতাই বন্ধে ট্যুরিস্ট পুলিশ ১০ সদস্য বিশিষ্ট স্পেশাল টিম গঠন করেছে যারা ২৪ ঘণ্টা মাঠে রয়েছে। এ টিমের সফলতার অংশ হিসেবে ৪৮ ঘণ্টার মধ্যে বাবু গ্রুপের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে।
http://dlvr.it/SzfD6X
0 Comments