Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

তিন জেলার যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

জরুরি গ্যাস পাইপলাইন মেরামত কাজের জন্য আজ সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জের বেশ কয়েকটি এলাকা এবং ঢাকা ও মুন্সীগঞ্জের কিছু অংশে ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর ইউএনবির
যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো গোদনাইল, এনায়েতনগর, বৌ বাজার, লাকী বাজার, হাজীগঞ্জ, ওয়াবদাপুল, কাইয়ুমপুর, ফতুল্লা, সস্তাপুর, জেলখানা সড়ক, হাজীগঞ্জ মোড় থেকে শিবু মার্কেট হয়ে পোস্ট অফিস রোড, পঞ্চবটি, মাইজদাইর, ইজদাইর, চাষাঢ়া, খানপুর, কিল্লারপুল, তল্লা, কুতুবাইল, ধর্মগঞ্জ, তক্কারমাঠ, পাগলা, চিতাশাল, দেলপাড়া, জালকুড়ি, নয়ামাটি, দাপা ইদ্রাকপুর, ভুঁইগড়, কুতুবপুর ইউনিয়ন, ঢাকা ম্যাচ, সেনপুর, মোক্তারপুর।
নারায়ণগঞ্জ বিসিক এলাকা, কাশিপুর ইউনিয়ন থেকে পঞ্চবটি হয়ে মোক্তারপুর পর্যন্ত এলাকা, ধর্মগঞ্জ, শাসনগাঁও, সিদ্ধিরগঞ্জ, আদমজী, সাহেবপাড়া, মিজমিজি হতে চিটাগাং রোড, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা।
এ সময়ের মধ্যে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিতাস জানিয়েছে, ফতুল্লা থানা, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ শহরের আওতাধীন এলাকায় গ্যাস সরবরাহে বিঘ্ন বা নিম্নচাপ দেখা দিতে পারে।


http://dlvr.it/T3ZBHZ

Post a Comment

0 Comments