Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় টাঙ্গাইলে চার রেস্তোরাঁকে জরিমানা

অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় টাঙ্গাইল শহরের চার রেস্তোরাঁকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করে সদর উপজেলা প্রশাসন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান বিন মোহাম্মদ আলীর নেতৃত্বে অভিযানে আরও ছিলেন টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ইনস্পেক্টর রবিউল ইসলামসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বরত ইউএনও হাসান বিন মোহাম্মদ আলী বলেন, টাঙ্গাইল শহরের বিভিন্ন রেস্তোরাঁ ও বহুতল ভবনে প্রশাসনের নিয়মিত অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় শহরের সুগন্ধা রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা, সুরুচি রেস্টুরেন্টকে ১ লাখ টাকা, ছেফাত রেস্তোরাঁকে ১০ হাজার টাকা ও ঝাউবন রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, এদের কারো অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ইনস্পেক্টর রবিউল ইসলাম বলেন, যাদের ভবন ও রেস্তোরাঁয় অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


http://dlvr.it/T3Y9j5

Post a Comment

0 Comments