Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

চাঁপাইনবাবগঞ্জে এবারও থাকছে না ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’

গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে থাকছে না ম্যাঙ্গো ক্যালেন্ডার। অর্থাৎ আম পাড়ার ক্ষেত্রে জেলা প্রশাসনের নির্ধারিত কোনো সময়সূচি অনুসরণ করতে হবে না আমচাষি ও ব্যবসায়ীদের। গাছে আম পরিপক্ব হলেই তা পেড়ে বাজারজাত করবেন ব্যবসায়ীরা।
জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহস্পতিবার মতবিনিময় সভায় আম ব্যবসায়ী, কৃষি বিভাগ ও ফল গবেষকদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত জানান জেলা প্রশাসক একেএম গালিভ খান।
এ সময় তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের আম ব্যবসায়ীরা দীর্ঘদিন থেকে সততার সাথে ভোক্তার কাছে নিরাপদ আম পৌঁছে দেন, তারা পরিপক্ব হলেই গাছ থেকে আম পেড়ে বাজারজাত করেন। সবার মতামতের ভিত্তিতেই বিগত কয়েক বছরের মতো এবারও কোনো ম্যাঙ্গো ক্যালেন্ডার থাকছে না, তবে আমরা নিয়মিত বাজার তদারকি করব, যাতে পরিপক্ব ও নিরাপদ আমই যেন বাজারে ওঠে।
সভায় আগামী ১০ জুন থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালুর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সঙ্গে এবার আমের গুণগত মান ঠিক রাখলে এসি বগি না হলেও, ট্রেনের বগিগুলোতে পানি স্প্রের মাধ্যমে কুলিং সিস্টেম চালু থাকবে বলেও জানানো হয়।


http://dlvr.it/T6yS5W

Post a Comment

0 Comments