প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনীতিবিদদের দেশের মাটি ও মানুষের কথা বিবেচনা করে তাদের নীতি, পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন করতে বলেছেন।
তিনি বলেন, আমি অর্থনীতিবিদদের কাছে চাই- আপনারা দেশের মাটি ও মানুষের কথা বিবেচনা করে আপনাদের নীতি, পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন করবেন।
শুক্রবার রাজধানীর রমনা এলাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির (বিইএ) ২২তম দ্বিবার্ষিক সম্মেলন-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর ইউএনবির
তিনি বলেন, স্থানীয় বাস্তবতা ও জনকল্যাণকে কেন্দ্র করে কোনো পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন করা হলে তা কার্যকর হবে। কেউ (বিদেশি) যদি দু-একদিনের জন্য এখানে এসে আমাদের পরামর্শ দিয়ে চলে যায়, তাহলে আমাদের জন্য সেই পরামর্শ দিয়ে কোনো লাভ হবে না।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশি বিশেষজ্ঞরা অবশ্যই বিদেশি উৎস থেকে যে কোনো কিছু শিখতে পারেন, কিন্তু দেশ, জনগণ এবং সম্পদ বিবেচনা করে এখানে তা বাস্তবায়ন করতে পারেন।
জনগণের ভাগ্য পরিবর্তনই বাংলাদেশকে উন্নত করাই তার লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ইতোমধ্যে তার উন্নয়ন যাত্রায় অনেক অগ্রগতি অর্জন করেছে।
করতালির মধ্যে হাসিনা বলেন, ইনশাল্লাহ আমরা এখন যেভাবে এগিয়ে যাচ্ছি সেভাবেই এগিয়ে যাব। যত বাধাই আসুক না কেন আমরা সব বাধা অতিক্রম করতে সক্ষম হবো।
দুই দিনব্যাপী দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আবুল বারকাত। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ড. জামালউদ্দিন আহমেদ স্বাগত বক্তব্য রাখেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আইনুল ইসলাম।
http://dlvr.it/T70v8k
0 Comments