যশোরের বেনাপোল ঘিবা সীমান্ত দিয়ে পাসপোর্ট ও ভিসা ছাড়া ভারতে যাওয়ার সময় মিয়ানমারের এক নাগরিকসহ চারজনকে আটক করেছে বিজিবি।
ঘিবা মাঠ নামক স্থানে থেকে শুক্রবার রাতে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীন ঘিবা বিওপির একটি টহল দল বাংলাদেশি তিনজন ও এবং মিয়ানমারের একজনে আটক করে।
আটক চারজন হলেন ঢাকার খিলগাঁওয়ের কৃষ্ট ধর মন্ডল, মুন্সিগঞ্জ সদরের আশা রানি বাছার, নড়াইলের কালিয়া থানার মোছা. শিউলি খাতুন ও মিয়ানমারের নাগরিক মো. হোসেন।
বিজিবি ঘিবা ক্যাম্প কমান্ডার হাবিলদার আবদুস সামাদ জানান, আটক বাংলাদেশি নাগরিকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা চিকিৎসার জন্য ভারতে যাচ্ছিলেন এবং মিয়ানমারের ওই ব্যক্তি ভারতে কাজের উদ্দেশে যাচ্ছিলেন।
তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
http://dlvr.it/T73RXh
0 Comments