পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভকারীদের সাথে আধা-সামরিক বাহিনীর সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।
নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে চতুর্থ দিনের মতো বিক্ষোভ করার সময় সোমবার তারা নিহত হন।
সরকারি এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ কথা জানিয়েছেন।
গত শুক্রবার থেকে হাজার হাজার মানুষ সেখানে বিক্ষোভ করে আসছে। এ অঞ্চলের জন্য আর্থিক সহায়তার সরকারের বিভিন্ন প্রস্তাব সত্ত্বেও সোমবার ১০ হাজারেরও বেশি মানুষ বিক্ষোভ-সমাবেশে অংশ নেয়।
সরকার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ওই এলাকায় রেঞ্জার্স নামে পরিচিত আধা-সামরিক বাহিনী পাঠায় এবং উদ্ভূত পরিস্থিতির কারণে সেখানে ইন্টারনেট সেবা একেবারে বন্ধ করে দেয়া হয়।
কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের জেলা প্রশাসক নাদিম জানজুয়া বলেন, সেখানে সংঘর্ষে তিনজন বিক্ষোভকারী নিহত হয়েছেন। তারা গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এরআগে নাম প্রকাশে অনিচ্ছুক নগরীর সম্মিলিত সামরিক হাসপাতালের এক চিকিৎসক গুলিবিদ্ধ হয়ে দুই ব্যক্তি মারা যাওয়ার খবর জানিয়েছিলেন।
http://dlvr.it/T6rvq2
0 Comments