Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

অদম্য সিয়াম হতে চায় সরকারি চাকরিজীবী

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের উদনাপাড়া গ্রামের দিনমজুর জিন্নাহ মিয়ার ছেলে সিয়াম শেখ। কাজ চালানোর অনুপযোগী দুটি হাত নিয়ে জন্ম হয় তার, কিন্তু শারীরিক এ প্রতিবন্ধকতা তাকে দমাতে পারেনি।
পা দিয়ে লিখে চলতি বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ তিন দশমিক ৮৩ (এ মাইনাস) পেয়ে উত্তীর্ণ হয়েছে সিয়াম। এখন তার লক্ষ্য উচ্চমাধ্যমিক ও স্নাতক সম্পন্ন করে সরকারি চাকরিজীবী হওয়া।
পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্র্যাক স্কুল থেকে ২০১৮ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে পঞ্চম শ্রেণি পাস করে সিয়াম। এরপর চাপারকোনা মহেশ চন্দ্র স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয় সে। সেখান থেকেই জেএসসিতেও ভালো ফল করে। এবার মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় পাস করে সিয়াম।
এ কিশোর পা দিয়ে অনেক ধরনের কাজ করে। সে ক্রিকেট খেলা, সাঁতার কাটা, টিউবওয়েল চেপে পানি তুলে গোসল করা, এমনকি চামচ ধরে ভাত মেখে খেতে পারে পায়ে।
সিয়ামের মা জোসনা বেগম বলেন, সিয়ামের ছোট থেকেই স্কুলে যাওয়া এবং পড়ালেখার প্রতি প্রবল আগ্রহ ছিল। ছোটবেলায় ওর সমবয়সীরা স্কুলে গেলে ওদের সাথে আমাদের না বলেই স্কুলে চলে যেত। ওর স্কুলে যাওয়ার এমন আগ্রহ দেখে তাকে স্কুলে নিয়ে যেতাম। ওর জীবনের স্বপ্ন ছিল পড়ালেখা করা। ও সেটা করেছে।
এখন সিয়াম এসএসসি পরীক্ষা দিয়ে পাস করেছে। তাই আমরা খুব খুশি, তবে আমাদের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় আমরা ওকে লেখাপড়ার জন্য প্রয়োজনীয় সব কিছু দিতে পারি নাই। এখন কোথাও ভর্তি করাতে পারব কি না জানি না।
সিয়াম বলে, আমার এই পর্যন্ত আসার পেছনে সব থেকে বড় অবদান স্কুলের ম্যাডাম জাকিয়া সুলতানার। তিনি আমাকে পড়ালেখা করার সাহস জুগিয়েছেন। পা দিয়ে আমাকে লেখা শিখিয়েছেন।
আমার স্কুলের সহপাঠীরা সবসময় আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। কখনও বুঝতে দেয়নি আমি প্রতিবন্ধী। তাদের জন্যই আমি আজ সফল। আমার ইচ্ছা পড়ালেখা শেষ করে সরকারি চাকরি করব। মা-বাবার মুখে হাসি ফোটাব, দেশের মানুষের সেবা করব।
সিয়ামের শিক্ষক ও চাপারকোনা মহেশ চন্দ্র স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, সিয়াম আমাদের এখানে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। লেখাপড়ার প্রতি আগ্রহ দেখে বিনা বেতনে তাকে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়িয়েছি।
সে আমাদের এখানে একাদশ শ্রেণিতে ভর্তি হলে তাকে বেতন ফ্রিসহ সব ধরনের সহযোগিতা করা হবে।


http://dlvr.it/T6pGHP

Post a Comment

0 Comments