Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বিএনপির বহিষ্কৃত নেতা হলেন হালুয়াঘাট উপজেলা চেয়ারম্যান

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপির এক বহিষ্কৃত নেতা।
এ ছাড়া ফুলপুর ও ধোবাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দুইজন বিজয়ী হয়েছেন।
হালুয়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের প্রার্থী উত্তর জেলা বিএনপি নেতা মোহাম্মদ আবদুল হামিদ। তিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক সদর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।
আবদুল হামিদ ভোট পেয়েছেন ৩৪ হাজার ১৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজিম উদ্দীন দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৭৭ ভোট।
ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ঘোড়া প্রতীকের প্রার্থী আতাউল করিম রাসেলকে হারিয়ে বিজয়ী হন আনারস প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি পেয়েছেন ৪৯ হাজার ৩৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতাউল করিম রাসেল পেয়েছেন ৩৬ হাজার ২১৬ ভোট।
এদিকে আনারস প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মতো ধোবাউড়া উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ডেভিড রানা চিসিম। তিনি পেয়েছেন ২৮ হাজার ৬২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান আকন্দ সাগর ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২১ হাজার ৩৪৮ ভোট।
রিটার্নিং ও জেলা নির্বাচন অফিসার মো. সফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা হয়েছে।
বুধবার সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সুষ্ঠু ও তিন উপজেলায় মোট ভোটার ৭ লাখ ৪৫ হাজার ৪৬৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৭৫ হাজার ৪৭৩ জন, নারী ভোটার ৩ লাখ ৬৯ হাজার ৯৯০ জন ও হিজড়া ভোটার ৪ জন। তিন উপজেলার ২৩৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।


http://dlvr.it/T6dJB0

Post a Comment

0 Comments